Air India Express কলকাতা সহ তিন শহরের সঙ্গে অযোধ্যার উড়ান পরিষেবা ঘোষণা

Main দেশ ধর্ম বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: ডিসে ৩০, ২০২৩ at ২৩:৫১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ ডিসেম্বর: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেশের তিন শহর থেকে অযোধ্যায় উড়ান পরিষেবা ঘোষণা করেছে। ইতিমধ্যে 30 ডিসেম্বর দিল্লি-অযোধ্যা রুটে উদ্বোধনী উড়ান পরিষেবার চালু হয়েছে। তবে এটি নিয়মিত শুরু হবে 16 জানুয়ারি থেকে। ঠিক তেমনই কলকাতা ও বেঙ্গালুরু থেকে অযোধ্যা উড়ান পরিষেবা আগামী 17 জানুয়ারি থেকে চালু হতে চলেছে। এই রুটে এয়ারলাইন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে এবং  উল্লেখযোগ্যভাবে অযোধ্যায় এবং থেকে সংযোগ বাড়াবে। টাফি (ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া)-র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই ঘোষণাকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছে। বলেছেন- এর ফলে আন্তর্জাতিক পর্যটনে এক নয়া মোড় আসতে চলেছে।

অযোধ্যায় 30 ডিসেম্বর মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ওই দিনই অযোধ্যা এবং দিল্লির মধ্যে তার উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এখন থেকে প্রতিদিন এই পরিষেবা চালু থাকবে বলে এয়ারলাইনটি এক বিবৃতিতে জানিয়েছে।

তবে বেঙ্গালুরু ও কলকাতা রুটে উড়ান পরিষেবা আগামী 17 জানুয়ারি থেকে চালু হবে তারা জানিয়েছে। বেঙ্গালুরু-অযোধ্যা রুটে প্রথম ফ্লাইট, 17 জানুয়ারি সকাল  08:05 এ ছাড়বে এবং 10:35 এ অযোধ্যায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট দুপুর 15:40 এ অযোধ্যা ছাড়বে এবং 18:10 এ বেঙ্গালুরু পৌঁছাবে।

একইভাবে অযোধ্যা-কলকাতা রুটে, ফ্লাইটটি অযোধ্যা থেকে বেলা 11:05 এ যাত্রা করবে, 12:50 এ কলকাতায় অবতরণ করবে। কলকাতা – অযোধ্যা ফ্লাইট কলকাতা থেকে দুপুর 13:25 টায় ছাড়বে এবং 15:10 টায় অযোধ্যায় পৌঁছবে।

সোম, বুধ ও বৃহস্পতিবার সপ্তাহে তিনদিন বেঙ্গালুরু ও কলকাতা থেকে অযোধ্যা উড়ান পরিষেবা চালু থাকবে বলে এয়ারলাইনটি জানিয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চিফ কমার্শিয়াল অফিসার ডাঃ অঙ্কুর গর্গ হিন্দুস্থান টাইমস-কে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সম্প্রসারিত বহরের দ্বারা চালিত, সারা ভারতে সংযোগ সম্প্রসারণের জন্য আমাদের উত্সর্গ অটল রয়েছে। অযোধ্যাকে দিল্লি, বেঙ্গালুরু এবং কলকাতার সাথে সংযোগকারী নন-স্টপ পরিষেবার প্রবর্তন এই প্রতিশ্রুতিকে স্পষ্ট করে।”

“আমাদের নেটওয়ার্কের প্রধান কেন্দ্র হিসাবে, বেঙ্গালুরু এবং কলকাতা অযোধ্যার প্রবেশদ্বার হিসাবে কাজ করবে, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের তীর্থযাত্রীদের সুবিধাজনক ওয়ান-স্টপ ভ্রমণপথ প্রদান করবে,” তিনি যোগ করেছেন।

টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি এসপিটি-কে বলেছেন- “এ্টা সকলের কাছে দারুন খবর।সাধারণ যাত্রী, পর্যটক এবং ট্রাভেল এজেন্ট- ট্যুর অপারেটর সকলের কাছেই। এর ফলে আন্তর্জাতিক পর্যটনে এক নয়া দিশা খুলে গেল। ইতিমধ্যে বিদেশ থেকে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে। তারা অযোধ্যা নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। কিভাবে যাওয়া যায়, কলকাতা থেকে কোন সময়ে উড়ান চাড়বে। কত সময়ে পৌঁছবে- এ সমস্ত বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন। অযোধ্যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পর্যটন মানচিত্রে এক নয়া মাইলস্টোন হয়ে গেল। এতদিন আমরা চারধাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছি। অযোধ্যা এবার সব কিছুকে ছাড়িয়ে যেতে বসেছে। এটা এক অভূতপূর্ব ঘটনা।বিশেষ করে পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কলকাতার গুরুত্ব এখন আরও বেড়ে গেল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রথম কলকাত-অযোধ্যা রুটে তাদের উড়ান পরিষেবা ঘোষণা করল। আমরা নিশ্চিত- এবার ধীরে ধীরে অন্যান্য এয়ারলাইন সংস্থাও কলকাতা-অযোধ্যা উড়ান পরিষেবা ঘোষণা করবে।

 

Published on: ডিসে ৩০, ২০২৩ at ২৩:৫১


শেয়ার করুন