বিকানীরে মহারাজা করণ সিং রাঠোরের জন্মবার্ষিকী উদযাপন, জানেন তাঁর অবদানের কথা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১১, ২০২১ @ ১৮:২৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১১ জুলাই:    এক প্রাচীন সনাতন ধর্মের দেশ আমাদের এই ভারতবর্ষ। আজ এই দেশের নাম ভারত। আজ আমরা যারা এই দেশে থাকি কিংবা যারা এই দেশের নাগরিক তারা অনেকেই জানেন না দেশের ইতিহাস।আজকের রাজস্থান রাজ্যের অন্তর্গত বিকানীর। এই প্রদেশের মহারাজা করণ সিং রাঠোরের-এর অবদান ভুলে গেলে চলবে না। সম্রাট ঔরঙ্গজেবের আমলে তিনি নিজের বুদ্ধি প্রয়োগ করে দক্ষ শাসকের মতো রক্ষা করেছিলেন এই দেশকে। রক্ষা করেছিলেন ধর্মকে। তাই তাঁকে আজও ধর্মের রক্ষাকারী রাজা হিসাবেও ডাকা হয়। আজ বিকানীরে রবীন্দ্র থিয়েটার প্রেক্ষাগৃহে ক্ষত্রিয় মহাসভা মহাসমারোহে দেশের এই মহান রাজা করণ সিং রাঠোরের জন্মবার্ষিকী উদযাপন করল। সেই উপলক্ষ্যে ‘রণখেতি রাজপুত রি’ নামে একটি বই-এর ও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোমগিরি জি মহারাজ

এ দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিববাড়ির ললেশ্বর মঠের প্রতিষ্ঠাতা স্বামী সংবিত সোমগিরি জি মহারাজ। বিশেষ অতিথি হিসাবে করণি মন্দির ট্রাস্টের সভাপতি গিরিরাজ সিং জি বার্থ, ক্ষত্রিয় সভার সভাপতি বজরঙ্গ সিং জি শেখাওয়াত, শিক্ষাবিদ জানকি নারায়ণ শ্রিমালী, চরণ সভার ভাইস প্রেসিডেন্ট করনী দান সামোর, প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জগমাল সিং রাঠোর, কর্নেল হেমসিংহ শেখাওয়াত, বিকানীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাকাম দান চরণ এবং ভারত স্কাউটস ও গাইডের জাতীয় সহ-সভাপতি ডাঃ বিমলা দুকওয়াল।

আনুষ্ঠানিক বই প্রকাশ

কর্মসূচির সফল পরিচালক ছিলেন রাজস্থান পর্যটন উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা হিংলাজ দান রত্নু, সমস্ত বক্তা জয় জাঙ্গলধর মহারাজা করণ সিং রাঠোরের গুণাবলী কীর্তিকে স্মরণ করেন এবং তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করার আহ্বান জানান। এই উপলক্ষে একটি বই ‘রণখেতি রাজপুত রি’ প্রকাশিত হয়। এই কর্মসূচিতে শহরের কয়েক শতাধিক বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। কর্মসূচীতে ২০জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করার জন্য ক্ষত্রিয় মহাসভা সম্মানিত করে।

কে এই মহারা্জ করণ সিংহ রাঠোর

বিকানীরের রাঠোর রাজাদের মধ্যে মহারাজা করণ সিংহের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। করণ সিংহের জন্ম 10 জুলাই, 1616। তিনি ছিলেন মহারাজা সুর সিংহের জ্যেষ্ঠ পুত্র।তাই মহারাজা সুর সিংহের মৃত্যুর পরে 13 অক্টোবর, 1631 তে বিকানীরের সিংহাসনে বসেছিলেন। সম্রাট শাহজাহানের দরবারে করণ সিংহের শ্রদ্ধার জায়গা ছিল অত্যন্ত উচ্চ মর্যাদার। তাঁর হাতে ছিল দুই হাজার বর্ণ ও দেড় হাজার আরোহীর দায়িত্ব।

তিনিই প্রথম বি্কানীরের রাজাদের মধ্যে ধর্মান্ধ মুঘল শাসক ঔরঙ্গজেবের সাথে যোগাযোগ করেছিলেন। তিনি ঔরঙ্গজেবের সাথে বহু যুদ্ধে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ঔরঙ্গজেবের শক্তি, চালাকি, ঔরঙ্গজেবের কুটিল মনোভাব, কৌতুকপূর্ণ কৌশল, তার গোপনীয়তার কোনও কিছুই মহারাজার গোপন ছিল না। এ কারণেই ঔরঙ্গজেব যখন তাঁর পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তিনি তখন বিকানীরে ফিরে এসে দিল্লির সিংহাসনের জন্য মোগল ভাইদের যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ ছিলেন।

Published on: জুলা ১১, ২০২১ @ ১৮:২৫


শেয়ার করুন