বাংলায় আগামী দু’দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা আবার কোথাও শুষ্ক আবহাওয়া -জানাল হাওয়া অফিস

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৮, ২০২২ @ ২১:০৬

এসপিটি নিউজ, কলকাতা, ৮ ফেব্রুয়ারি:  কয়েকদিন পরিষ্কার আকাশ থাকার পর ফের বাংলায় আবার কাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির সম্ভাবনা মাত্র কয়েকটি জেলায় থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার কথাই জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাত্র তিনটি জেলায় এই বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। আজ দার্জিলিং জেলায় এক বা দুই জায়গায় তুষারপাত হয়েছে। কিছু এলাকায় খুব ঘন কুয়াশা পড়েছে।

কেমন থাকবে আগামী দু’দিনের আবহাওয়া

আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগামিকাল ৯ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উপ-হিমালয় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাগুলির এক বা দুটি জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক বা দুটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে।পরদিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারিও মোটামুটি একই আবহাওয়া থাকবে।

আজকে কেমন ছিল আবহাওয়া

আজ উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় তুষারপাত হয়েছে। (সূত্র- উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা)।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক বা দুটি জায়গায় খুব ঘন কুয়াশা পড়েছে। উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় ঘন কুয়াশা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়েছে।উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় খুব হালকা বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে আবহাওয়া শুষ্ক ছিল।উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে আজকের সর্বনিম্ন তাপমাত্রা প্রশংসনীয়ভাবে বেড়েছে। রাজ্যের অন্য কোথাও বড় কোনো পরিবর্তন ঘটেনি।উপ-হিমালয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এগুলি স্বাভাবিকের চেয়ে কম ছিল; গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় স্বাভাবিকের নিচে এবং রাজ্যের অন্য কোথাও স্বাভাবিক।রাজ্যের সমতল ভূমিতে কোচবিহারে (কোচবিহার) সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Published on: ফেব্রু ৮, ২০২২ @ ২১:০৬


শেয়ার করুন