বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে এক অনবদ্য ছবির প্রদর্শনী

Main দেশ বাংলাদেশ
শেয়ার করুন

  • সোনার বাংলা আর্ট-ক্যাম্পএ অঙ্কিত বিভিন্ন চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ গ্যালাররি’-তে হয়ে গেল চিত্র প্রদর্শনী।
  • যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা ২৪ জন চিত্রশিল্পীর অসাধারণ সব ছবি।
  • বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (১৭ মার্চ ২০২০ খ্রিঃ) উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উপজীব্য করে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সংবাদদাতা- অনিরুদ্ধ পাল

Published on: জানু ১৮, ২০২০ @ ১৬:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ জানুয়ারি:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে সার্থক করার লক্ষ্য নিয়ে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল এক অনবদ্য ছবির প্রদর্শনী।উপ-দূতাবাসের প্রাঙ্গনে ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প’ এ অঙ্কিত বিভিন্ন চিত্রকর্ম নিয়ে ‘বাংলাদেশ গ্যালাররি’-তে হয়ে গেল সেই চিত্র প্রদর্শনী।যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা ২৪ জন চিত্রশিল্পীর অসাধারণ সব ছবি।

যে লক্ষ্য নিয়ে এই চিত্র প্রদর্শনী

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের পক্ষে মোঃ মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব (প্রেস)এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- ” বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (১৭ মার্চ ২০২০ খ্রিঃ) উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উপজীব্য করে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে মোট ৩০টি ছবি স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় ১২ জানুয়ারি। উপ-হাইকমিশনার তৌফিক হাসানের শুভেচ্ছা বক্তব্যের পর বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাঙালির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে তাঁর স্বপ্নের সোনার বাংলাকে ভিত্তি করে আয়োজিত ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’ এর গুরুত্ব অত্যধিক এবং আজকে ভারত-বাংলাদেশের শিল্পীদের রং তুলিতে যা ঘটবে একসময় তা ইতিহাস হয়ে থাকবে।এই প্রদর্শনীর সমাপ্তি হয়েছে ১৭ জানুয়ারি। উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে এই চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সম্মাননীয় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং চিত্র সমালোচক মঈনদ্দিন খালেদ।

বাংলাদেশ ও ভারতের বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্র সম্ভার

এই ছবির প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের মোট ২৪জন প্রথিতযশা চিত্রশিল্পীরা ছবি এঁকেছেন। ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’ এ আঁকা এই সমস্ত চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনীতে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সেই সমস্ত চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন-বাংলাদেশের শাহাবুদ্দিন আহমেদ, জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, সৈয়দ হাসান মাহ্মুদ, আতিয়া ইসলাম, কনক চাঁপা চাকমা, আনিসুজ্জামান, শাহজাহান আহমেদ বিকাশ ও দুলাল চন্দ্র গাইন এবং ভারতের গণেশ হালুই, বাদল পাল, ঈশা মোহাম্মদ, শ্যামশ্রী বসু, শুভাপ্রসন্ন, ওয়াসিম কাপুর, সোহিনী ধর, মনোজ দত্ত, আদিত্য বসাক, সুব্রত গঙ্গোপাধ্যায়, চন্দ্র ভট্টাচার্য, ছত্রপতি দত্ত ও অতীন বসাক।

Published on: জানু ১৮, ২০২০ @ ১৬:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 − = 78