প্রায় ৬৫ ঘণ্টা বাদে মৃতদেহ হাতে পেলেন শ্রীদেবীর পরিবার, বিশেষ বিমানে মুম্বই পৌঁছল দেহ

দেশ বিদেশ বিনোদন
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৭, ২০১৮ @ ২১:০৪

এসপিটি ফিল্ম ডেস্কঃ প্রতীক্ষা, জল্পনার অবসান। অবশেষে দেশের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর মৃতদেহ মুক্ত হল দুবাই পুলিশের হেফাজত থেকে। মৃত্যুর প্রায় ৬৫ ঘণ্টা বাদে মৃতদেহ হাতে পেলেন শ্রীদেবীর পরিবার। এতদিন মৃতদেহটি দুবাইয়ের সুগন্ধি বস্তু দিয়ে রক্ষা করে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ মৃতদেহটি সেখান থেকে সুরক্ষিত অবস্থায় বের করে অ্যাম্বুলেন্স করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।রাতে মুম্বই পৌঁছয় দেহ।

দুপুর ১২টা ৫০ মিনিটে দুবাইতে কর্তৃপক্ষ শুধু ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর দেহকে প্রত্যাবর্তন করার জন্য এগিয়ে আসেন।গালফ নিউজ সূত্রে জানা গেছে, অভিনেত্রীর মৃত্যুর খবরের কাগজপত্র ভারতীয় কনস্যুলেটের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন এবং তার পরিবার সেখানে পৌঁছয় প্রায় ১২টা ৪৫ নাগাদ।

দুবাইয়ে আমিরশাহীর পাবলিক প্রসিকিউটর কার্যালয় মঙ্গলবার তার মৃত্যুর তদন্ত শেষ হওয়ার পর ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী কাপুরকে তার আত্মীয়দের হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়।টুইটারে দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, “দুবাইয়ের পাবলিক প্রসিকিউটর কার্যালয়টি বলেছে: ‘সব ধরনের পরিস্থিতি নির্ধারণে এবং নিশ্চিত করার জন্য এই ধরনের ঘটনার পর তদন্ত সম্পন্ন এবং প্রক্রিয়াগত বিষয়গুলি সম্পন্ন হওয়ার পর এই সংস্থাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যে আইন আইন কাঠামোর মধ্যে সম্পন্ন করা হয়েছিল।”

এতদিন শ্রীদেবীর শরীর সুগন্ধি বস্তু দিয়ে রক্ষা করা হয়েছে।এ্যাম্বুলেন্স করেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

বিকেল চারটে নাগাদ শ্রীদেবীর মৃতদেহ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। বিশেষ বিমানে তাঁর মৃতদেহ ও তার পরিবারের সদস্যদের নিয়ে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ  মুম্বইয়ের উদ্দেশ্যে রওনে হয়ে যায়। গালফ নিউজ এই খবর দিয়ে জানিয়েছে, শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং তার পুত্র অর্জুন কাপুর দুবাই থেকে মুম্বাই পর্যন্ত চূড়ান্ত যাত্রায় তার মৃতদেহর সঙ্গে আছেন।তারাই মৃতদেহ নিয়ে মুম্বই পৌঁছন। ও ছবিঃ গালফ নিউজ

Published on: ফেব্রু ২৭, ২০১৮ @ ২১:০৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 29