পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে আহত প্রাক্তন এসপিও-র কন্যার মৃত্যুর খবর মিলেছে, চলছে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ

Main দেশ
শেয়ার করুন

Published on: জুন ২৮, ২০২১ @ ১১:৫৭

এসপিটি নিউজ, শ্রীনগর,২৮ জুন:    বাড়িতে ঢুকে জংগিদের বেপরোয়া গুলি চালানর ঘটনায় ইতিপূর্বেই মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন স্পেশাল পুলিশ অফিসার ফায়াজ আহমেদ ও তাঁর স্ত্রীর। সেদিনের ঘটনায় গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা চলছিল মেয়ে রাফিয়ার্। জম্মুও কাশ্মীর পুলিশের সূত্র ধরে দোইনিক জাগরণ জানাচ্ছে যে আজ সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে প্রাক্তন এসপিও কন্যার। ইতিমধ্যেই কাশ্মীর জুড়ে প্রতিবাদে সরব হয়েছে বহু মানুষ। শুরু হয়েছে তল্লাশি অভিযান।  অর্থাৎ

লক্ষণীয় যে 24 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জম্মু ও কাশ্মীরের নেতাদের সর্বদলীয় বৈঠক দেশে পাকিস্তান এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলিকে হতবাক করে দিয়েছে। এই কারণেই 24 জুন থেকে রাজ্যে জঙ্গিদের ঘৃণ্য তৎপরতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানি পক্ষটি ড্রোনগুলির সহায়তায় জম্মুর প্রযুক্তিগত বিমানবন্দর আক্রমণ করার সময়, জঙ্গিরা হঠাৎ পুলওয়ামা জেলার হরিপরিগাম গ্রামে জম্মু ও কাশ্মীর পুলিশের এসপিওর বাড়িতে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালায়। এসপিও ফায়াজ আহমেদ, তার স্ত্রী ও কন্যা এই গুলিতে গুরুতর আহত হন। এই হামলার পরে জঙ্গিরা একটি বেআইনি কাজ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ ও সুরক্ষা বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গিদের ধরার চেষ্টা এখনও চলছে। এসপিও এবং তার স্ত্রী রাজা বেগম হামলার কয়েক মিনিটের মাথায় আহত হয়ে মারা যান, তাদের কন্যা আজ সকালে চিকিত্সা চলাকালীন মারা যান বলে সূত্রের খবর।

পাকিস্তান কোনও পরিস্থিতিতে কাশ্মীরে শান্তি চায় না। এই কারণেই তারা সীমান্ত যুদ্ধবিরতির অজুহাতে ড্রোন সাহায্যে জম্মু ও কাশ্মীরে মাদকের চালান পাঠানো শুরু করেছে। এ ছাড়া সম্প্রতি জম্মুর প্রযুক্তিগত বিমানবন্দরে ড্রোন সহায়তায় দুটি বোমা বিস্ফোরণ হয়েছে।এনআইএ তার তদন্তও শুরু করেছে।

Published on: জুন ২৮, ২০২১ @ ১১:৫৭


শেয়ার করুন