” দয়া করে হেলমেট পরুন-সুরক্ষিত রাখুন ” এমন বার্তা দিয়ে কলকাতায় এভাবেই এক বিশ্ব রেকর্ড গড়তে চলেছে স্মার্ট ভ্যালু

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল

Published on: ডিসে ৪, ২০১৮ @ ১৮:২৯

এসপিটি নিউজ, কলকাতা, ৪ ডিসেম্বরঃ হেলমেট পরা নিয়ে আমাদের মধ্যে এক অদ্ভূত অ্যালার্জি।কিছুতেই মাথায় এটি কেউ গলাবে না। যারা সমঝদার কেবলমাত্র তারাই মাথায় এটি গলায়। তবে গোটা ভারতে না পড়ার সংখ্যাটা খুব উদ্বেগজনক। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাজ্য পুলিশ এবং পরিবহন দফতরের সূত্রে পাওয়া এক তথ্য অনুযায়ী জানা গেছে-২০১৭ সালে প্রতি দিন ৯৮জন দ্বি-চক্র যান ব্যবহারকারীর মৃত্যু হয়েছে শুধুমাত্র হেলমেট না পরার জন্য। আগামিদিনে এই পরিস্থিতির শিকার থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে স্মার্ট ভ্যালু নামে এক কোম্পানি। আগামিকাল তারা কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে তাদের মূল স্লোগান-“দয়া করে হেলমেট পরুন”। এই বার্তা এক অভিনব উপায়ে পৌঁছে দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে তারা।

পরিসংখ্যান বলছে-২০১৬ সালে হেলমেট না পরার জন্য দ্বি-চক্র যান ব্যবহারকারী মোট ১০ হাজার ১৩৫জনের মৃত্যু হয়েছিল। সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছিল গত বছর-সংখ্যাটা কত জানেন? ৩৬ হাজার জন দ্বি-চক্রযান ব্যবহারকারীর মৃত্যু হয়েছে শুধুমাত্র হেলমেট না পরার জন্য।আর এই তালিকায় দেশের মধ্যে সবচেয়ে উপরে আছে তামিলনাড়ু-৫,২১১জন। এরপর আছে উত্তর প্রদেশ-৪,৪০৬জন। তৃতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ-সেখানে হেলমেট না পরার জন্য ৩,১৮৩জন দ্বি-চক্রযান ব্যবহারকারীর মৃত্যুর পথে হেঁটেছেন। গুজরাটেও এই সংখ্যাটা বেড়েছে অনেক।

স্মার্ট ভ্যালু প্রোডাক্টস এন্ড সার্ভিসেস লিমিটেড যে কোনও কোম্পানির চেয়ে এই ক্ষেত্রে নিজেদের তুলে ধরেছে। তারা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ যা তার প্রকৃত মানের পন্যগুলির মাধ্যমে সহায়ক করে তুলেছে। তারা ভারতে এক শক্তিশালী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সরাসরি এক বিক্রয় প্রতিষ্ঠান।স্মার্ট ভ্যালু একটি ISO 9001: 2008 প্রত্যয়িত সংস্থাও এবং স্বাস্থ্য ও সুস্থতা, সৌন্দর্য, লাইফস্টাইল, কৃষি ও ব্যক্তিগত যত্নের জন্য তাদের ১০০টি গুণেরও বেশি মান এবং মূল্য রয়েছে।

এই কোম্পানিটি দৃঢ় নীতিশাস্ত্র ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হিসাবে সারা দেশে নাম অর্জন করেছে। তারা দাবি করেছে- স্মার্ট ভ্যালু একটি অত্যন্ত দায়বদ্ধ সংস্থা যা তাদের সমাজ সম্পর্কে চিন্তা করতে শেখায় এবং অন্যান্য সামাজিক ক্রিয়াকলাপের সাথে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে শক্তিশালী বার্তা দেওয়ার জন্য ইভেন্ট এবং কাজকর্ম করে চলে।

তেমনই একটি অনুষ্ঠান নিয়েছে তারা কলকাতায়। যা অত্যন্ত প্রাসঙ্গিক। যেভাবে দিনের পর দিন হেলমেট না পরার অভ্যাস বেড়ে চলেছে আর তার ফলে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বহু মানুষের। এই কু-প্রবণতাকে বদলাতে কলকাতায় এক অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে “দয়া করে হেলমেট পরুন” এর পাশাপাশি পথ নিরাপত্তা সম্পর্কে এক শক্তিশালী বার্তার সঙ্গে ড্রাগ ব্যবহার না করার বার্তা প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে। যা হতে চলেছে এক বিশ্ব রেকর্ড। তারা ৫ হাজার মানুষের সহায়তায় হেলমেটের একটি মানবিক কাঠামো তৈরি করছে-যেখানে মূল স্লোগান থাকবে- “হেলমেট পরিধান করুন” এই বার্তা ছড়িয়ে দেবে তারা। সারা বিশ্বের কাছে এই ৫ হাজার মানুষের গঠনটি পৌঁছে দেওয়ার জন্য এটি প্রথম প্রচেষ্টা।এর আগে হেলমেট সচেতনতা নিয়ে এমন উদ্যোগ সম্ভবত কেউ নেয়নি।

Published on: ডিসে ৪, ২০১৮ @ ১৮:২৯

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =