দলীয় বিধায়ককে কাঁধে চাপিয়ে পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দিয়ে এলেন তৃণমূলের প্রার্থীরা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                          ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ৬, ২০১৮ @ ২৩:৩৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৬ এপ্রিলঃ সব আশঙ্কা আর অস্বস্তিকে দূরে সরিয়ে মেদিনীপুর সদর ব্লকের ১০টি অঞ্চলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা দিল। আর তা করল এমন এক অভিনব উপায়ে যা সকলের নজর কেড়েছে। বিশেষ করে বিরোধী দলের কাছে এচন খবরো ছিল যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব এতই প্রকট যে তাদের মনোনয়নে সংঘর্ষ হতে পারে। কিন্তু সব কিছুই ভুল প্রমাণিত করে মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল অন্য কোথাও কিছু থাকলেও এখানে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসেই।

এদিনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রশাসনিক পর্যায়ে ছিল একটা চাপা উত্তেজনা। কিন্তু তৃণমূল বিধায়ক দীনেন রায় প্রমাণ করে দিলেন এখানে দলের সংগঠনের উপর তাঁর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে।সেটা যে দীনেন রায়ের কথার কথা নয় সেটা দেখিয়েছে আবার দলের কর্মী ও প্রার্থীরা। তারা এদিন বিধায়ককে কাঁধে চাপিয়ে নিয়ে মিছিল করে গেছে মনোনয়ন জমা দিতে। বিশাল পুলিশ বাহিনী তা শুধু দেখেছে।

বিধায়ক দীনেন রায় বলেন, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গ্রামবাসীরা সর্বসম্মতিক্রমে যাকে প্রার্থী হিসেবে চেয়েছে দল তাকেই প্রার্থী করেছে। পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতি ও আওতী পঞ্চায়েতে মানুষ শান্তি ও উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকেই ফের ক্ষমতায় নিয়ে আসবে। তিনি আরও বলেন দলের কর্মী-সমর্থক্রা এদিন উৎসবের মেজাজে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে সামিল হয়েছিলেন।

Published on: এপ্রি ৬, ২০১৮ @ ২৩:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 − 45 =