জনগণ বিকল্প খুঁজে পেলেই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করবে- বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৮, ২০২২ @ ২৩:২৮

এসপিটি নিউজ, কলকাতা, ৮ মার্চ:  আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন -“দিল্লিতে এখন বিকল্প না থাকায় বিজেপি ক্ষমতায় আছে। জনগণ বিকল্প খুঁজে পেলেই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করবে। আমাদের সক্রিয় হতে হবে।” আজ কলকাতায় তৃণমূল কংগ্রেসের নবগঠিত রাজ্য কমিটি গঠনের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একথা বলেন মমতা।

সোমবারের রাজ্য বিধানসভায় হট্টগোলের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্রসঙ্গে বিজেপির তীব্র সমালোচনা করেন। বিরক্তি প্রকাশ করে নিজের ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন-  “বিজেপি একটি দাঙ্গাবাজ এবং দুর্নীতিগ্রস্ত দল…তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়…গতকাল বিধানসভায় গণতন্ত্র বাঁচানোর জন্য টিএমসির মহিলা বিধায়কদের ধন্যবাদ।” বাজেট অধিবেশনের প্রথম দিনে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে একটি হট্টগোল শুরু হয়েছিল, কারণ বিরোধীরা সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে ভোট লুঠ, হামলার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিল।

তবে এদিনের বৈঠকে মঞ্চে ভোট বিশ্লেষক প্রশান্ত কিশোরও উপস্থিত ছিলেন। কিছুদিন ধরে তাকে নিয়ে দলের অভ্যন্তরে নেত্রীর সঙ্গে বিচ্ছেদের জল্পনা-ক্লপনা শুরু হয়েছিলে। এদিন তারও অবসান হয় প্রশান্ত কিশোরের উপস্থিতিতে।

পুরনো এবং পরবর্তী প্রজন্মের নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে তৃণমূল কংগ্রেস তার বেশিরভাগ সক্রিয় কর্মীদের নিয়ে এদিন নয়া রাজ্য কমিটি গঠন করে। যেখানে উল্লেখযোগ্য হল সদ্য বিজেপি থেকে বহিষ্কৃত হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আর নতুন দলে যোগ দিয়েই তিনি পেয়েছেন সম্মান। কারণ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন জয়প্রকাশ মজুমদার হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি।

দার্জিলিং সম্পর্কে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “আমি দার্জিলিংয়ের মানুষকে হাসতে দেখতে চাই। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নির্বাচনের আগে আমি সব দলের সঙ্গে বসব এবং অন্য দলগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা ফোকাস করব। জিটিএ নির্বাচন। আমি চাই না দলের কেউ দার্জিলিং নিয়ে কথা বলুক।”

Published on: মার্চ ৮, ২০২২ @ ২৩:২৮


শেয়ার করুন