‘চৌকিদারকে হ্যাঙারের তলায় ঢুকিয়ে দেব আমরা’-ফালাকাটায় মোদিকে আক্রমণ করে তোপ মমতার

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. মোদিকে তোপ মমতার- “সারদা-নারদা-হাওলা মোদিবাবু বাঁশিওয়ালা।”

  2. “চোর ডাকাতদের সর্দার আগে নিজের দিকে তাকান, তারপর তৃণমূলের দিকে আঙুল তুলবেন।”

  3. “হ্যাঙারের তলায় চৌকি ঢুকে যাবে। চৌকিদারি বেরিয়ে যাবে।”

  4. “বাংলাই দিল্লির সরকার গঠন করবে। তৃণমূলই করবে।”

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ১৭:২৯

এসপিটি নিউজ, ফালাকাটা, ৭ এপ্রিলঃ প্রথম দফার ভোটের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে। আজ ফালাকাটায় দলের নির্বাচনী সভায় দাঁড়িয়ে ফের তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা নাম না করে মুকুল রায়কেও এক হাত নেন।সারদা-নারদার নেতা বলছে ডিএম-কে দেখে নেব, এসপিকে দেখে নেব। কত বড় ক্ষমতা।

মোদিকে ফের চ্যালেঞ্জ মমতার

1) “বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি এখন আর প্রধানমন্ত্রী নন প্রাক্তন প্রধানমন্ত্রী। এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে, ওই ওষুধ আর চলবে না। ২০১৪ সালেও সারদা-নারদা হয়েছে। কিচ্ছু হয়নি। কোনওদিন প্রমাণ করতে পারবে না। মিথ্যে কথা বলে ২০১৪ সালে নির্বাচন করেছো ২০১৬ সালেও করেছো। ২০১৯-এও একই কথা বলছো। আমি একটা চ্যালেঞ্জ ঠুকতে চাই। মোদিবাবু আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি- আপনি যাকে পাশে নিয়ে মিটিং করছেন সারদা-নারদায় সব চেয়ে বেশি যুক্ত তাকে নিয়ে আপনি মিটিং করছেন। আপনি কাকে নিয়ে মিটিং করছেন?”

2) “সারদা-নারদা-হাওলা মোদিবাবু বাঁশিওয়ালা। চোর ডাকাতদের সর্দার আগে নিজের দিকে তাকান তারপর তৃণমূলের দিকে আঙুল তুলবেন। আমরা খেতে না পারলেও কার ও কাছে ভিক্ষে চাই না। আর একখানা রুটি খেলে আধখানা পাঁচজনকে ভাগ করে খাই। আমরা দিল্লি কা লাড্ডুর কাছে ভিক্ষা চাই না। ওখানে বসে ভয় দেখাচ্ছে অফিসারদের। সারদা-নারদার নেতা বলছে ডিএম-কে দেখে নেব, এসপিকে দেখে নেব। কত বড় ক্ষমতা। ভাবছে দুটো অফিসার পাল্টালেই ভোটে জিতে যাবে।”

মমতার হুঁশিয়ারি

3) সম্প্রতি পশ্চিমবঙ্গে চার সিনিয়র পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের কোনও কাজেই তাদের রাখা হয়নি। আর তা নিয়ে এদিন ফালাকাটার মঞ্চে দাঁড়িয়ে পিএম মোদির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে উদ্দেশ্য করে বলেন-” যত পাল্টাবে তত বদলাবো। যত বদলাবে তত জিতবো। এটা মাথায় রেখে দিও। আমাদের ধমাকালে আমরা চমকাই। আমাদের চমকালে আমরা গর্জাই। আর আমাদের গর্জালে আমরা বর্ষাই।”

‘তোমার মতো চৌকিদার আমরা চাই না’

4) মনে রেখে দিও নাকে খত দিতে হবে। পাঁচ বছরে চাওয়ালা বদলে গেল চৌকিদারে। আসল চৌকিদার নয়। নকল চৌকিদার। চৌকিদার ঝুঠা হ্যায় চৌকিদার লুঠেরা হ্যায় চৌকিদার নোটবন্দি করতা হ্যায় চৌকিদার হাওয়ালা হ্যায়। চৌকিদার আসল চৌকিদাররা খেতে পায় না। মাইনে পায় না। আর তুমি বড় বড় ভাষণ। তোমার মতো চৌকিদার আমরা চাই না। ভোটের পর দেখবে সেই চৌকিদার আর নেই। কারণ ওই চৌকিদারকে হ্যাঙারের তলায় ঢুকিয়ে দেব আমরা। যেখানে মিটিং করেছিলেন ওই হ্যাঙারের তলায় চৌকি ঢুকে যাবে। চৌকিদারি বেরিয়ে যাবে।”

5) এরপর মমতার স্লোগান-  ”বদলে দিন বদলে দিন- বিজেপিকে বদলে দিন। পালটে দিন পালটে দিন -দিল্লির সরকার পালটে দিন। পালটে দিন পালটে দিন -ভারত সরকার পালটে দিন। পালটে দিন পালটে দিন -বাংলাকে এগিয়ে যেতে দিন। বাংলাই দিল্লির সরকার গঠন করবে। তৃণমূলই করবে।কে জিতবে বাংলা জিতবে। চাওয়ালা চাই না। আসল চাওয়ালা চাই। আসল চৌকিদার চাই।”

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ১৭:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 34 = 44