চারধাম যাত্রা ১ জুলাই থেকে স্থগিত করল উত্তরাখণ্ড সরকার

Main কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুন ২৯, ২০২১ @ ২০:৪৯

এসপিটি নিউজ:  হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে উত্তরাখণ্ড সরকার ১ জুলাই থেকে চারধাম যাত্রা স্থগিত করল। মঙ্গলবার তারা সংশোধিত এসওপি জারি করে সরকারের এই নির্দেশ জারি করেছে। সোমবার রাজ্য সরকারের জারি করা এসওপি-তে ১ জুলাই থেকে যাত্রা শুরুর উল্লেখ করা হলেও হাইকোর্ট এই যাত্রা বন্ধ রাখতে বলেছিল। সেই মতো উত্তরাখণ্ড সরকার সংশোধিত এসওপি জারি করেছে।

প্রকৃতপক্ষে, হাইকোর্ট সোমবার উত্তরাখণ্ড মন্ত্রিসভার ১ জুলাই থেকে চারধাম যাত্রা শুরু করার সিদ্ধান্ত স্থগিত করেছিল। আদালত সরকারকে চারধামে উপাসনার সরাসরি সম্প্রচারেরও নির্দেশনা দিয়েছিল। এর পাশাপাশি, সাত  জুলাই পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ের যে ব্যবস্থা করা হয়েছিল সে সম্পর্কে তথ্য হলফনামার মাধ্যমে আদালতে জমা দিতে বলা হয়েছিল।

প্রধান বিচারপতি আরএস চৌহান এবং বিচারপতি অলোক কুমার ভার্মার একটি ডিভিশন বেঞ্চ কোভিড সময়কালে স্বাস্থ্যবিধি এবং চারধাম যাত্রা প্রস্তুতি সম্পর্কিত অ্যাডভোকেট দুশ্যন্ত মৈনালী, সচ্চিদানন্দ দাব্রাল এবং অনু পন্তের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি্ শুরু করেন, যার মধ্যে প্রধান সচিব ওমপ্রকাশ, পর্যটন সচিব দলীপ জাওয়ালকার, অতিরিক্ত সচিব আশীষ চৌহান কার্যত হাজির হয়েছিলেন।

এই সময়ে চারধাম যাত্রা সংক্রান্ত এই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, গভীর রাতে সরকার কর্তৃক জারি করা এসওপিতে প্রথম ধাপের চারধাম যাত্রা 1 জুলাই থেকে আর দ্বিতীয় পর্ব 11  জুলাই থেকে শুরু করার কথা বলা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে আবার তা সংশোধন করা হয়েছে।

Published on: জুন ২৯, ২০২১ @ ২০:৪৯


শেয়ার করুন