ঘূর্ণিঝড় ইয়াসঃ দীঘা থেকে ২৮০ কিমি দূরে রয়েছে, ভয়াবহ আকার নিয়ে ছুটে আসছে

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২৫, ২০২১ @ ১৯:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মেঃ গত ছয় ঘণ্টায় ভয়াবহ ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে ধাবিত হয়েছে। আজ দুপুর আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড় উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত হয়ে ওড়িশার পারাদীপ থেকে ২০০ কিমি দক্ষিণপূর্বে, বালাসোরের ২৯০ কিমি দূরে দক্ষিণ-দক্ষিণপূর্বে, দীঘা থেকে ২৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং সাগরদীপে ২৮০ কিমি দক্ষিণ দিকে রয়েছে।বিকেল সাড়ে পাঁচটার বুলেটিনে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর মনে করছে- এটি সম্ভবত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, পরবর্তী ছয় ঘণ্টা সময়ের মধ্যে এটি আরও তীব্রতর আকার নিতে চলেছে। এটি ২৬  মে বুধবার ভোরে ধামরা বন্দরের নিকটবর্তী উত্তর ও পশ্চিম দিকের দিকে অগ্রসর হয়ে, আরও তীব্র আকার নিয়ে উত্তর ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এদিন দুপুরের দিকে  অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় ধামরার উত্তরে এবং বালাসোরের দক্ষিণে পারাদীপ এবং সাগর দ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলটি অতিক্রম করে যাওয়ার খুব সম্ভাবনা আছে।

রেড ওয়ার্নিং জারি পূর্ব মেদিনীপুরে

২৬ মে সকাল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তার শক্তি বাড়িয়ে যাবে। এজন্য পশ্চিমবঙ্গে এক্মাত্র পূর্ব মেদিনীপুর জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। কারণ, এদিন সকাল থেকে এটি ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ধাবিত হবে। এরপর তা ১১০ কিমি প্রতিউ ঘণ্টায় শক্তি বাড়াবে। এরপর এটি ৯০-১২০ কিমি প্রতি ঘণ্টায় তীব্র আকার নেবে । তারপর তার গতি ঘণ্টায় ১২০ কিমি হবে।

অরেঞ্জ ওয়ার্নিং

ঘূর্নিঝড় ‘ইয়াস’ এখন উত্তর বঙ্গোপাসাগর সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপাসাগর সহ উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা-পশ্চিমবঙ্গ- বাংলাদেশের উপকূলে প্রতি ঘণ্টায় ৪০-৫০কিমি বেগে গতি বাড়িয়ে চলেছে। তা প্রতি ঘণ্টায় ৬০ কিমি হচ্ছে। াজ বেলা বাড়ার সাথে সাথে এটি তার গতি আরও বাড়িয়ে যাবে। এটি আগামিকাল সকাল থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকা ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ১১০ কিমি বেগে ধাবিত হবে। এইসময় এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে ভূমিধসের সম্ভাবনা আছে। এছাড়া ২৬ তারিখ সন্ধ্যা থেকে ২৭ তারিখ সকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রতি ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে।

Published on: মে ২৫, ২০২১ @ ১৯:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1