কে হবেন এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, এও এক রাহুলের কঠিন পরীক্ষা

রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৩, ২০১৮ @ ১৯:১৪

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৩ ডিসেম্বরঃ বিজেপিকে যত সহজে হারানো গেছে মুখ্যমন্ত্রী নির্বাচন তত সহজ হচ্ছে না। সেটা ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টা পেরোনোর পর বুঝে গিয়েছে কংগ্রেসের সমর্করা। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজস্থানে অশোক গেহলট ও শচীন পাইলট এবং ছত্তিশগড়ে অবশ্য তাদের নেতা একপ্রকার ঠিক হয়ে গেছে। কিন্তু মধ্যপ্রদেশ আর রাজস্থানের জন্য মুখ্যমন্ত্রীদের নাম এখনও ঘোষণা কর অসম্ভব হয়নি।সেক্ষেত্রে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের এক বড় পরীক্ষা উপস্থিত। রাহুলের বাড়িতে এসে হাজির হয়েছেন মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীও।

গতকাল থেকে জয়পুরের প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে অশোক গেহলট ও শচীন পাইলটের সমর্থকরা দাবি জানাতে থাকেন যে তাদের পছন্দের নেতাই হতে চলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক তেমনই মধ্যপ্রদেশের ভোপালে প্রদেশ কার্যালয়ের সামনে রীতিমতো পোস্টার দিয়ে প্রচার শুরু হয়ে যায় নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী কমলনাথকে জানাই অভিনন্দন। ঠিক তেমনই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবিতে স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

আজ সকালেই রাহুল রাজস্থানের অশোক গেহলট ও শচীন পাইলটকে তাঁর বাসভবনে ডেকে নিয়ে দু’জনকে মুখোমুখি বসিয়ে আলোচনা করেন। এরপর তাদের জয়পুর চলে যাওয়ার অনুমতি দিলেও পরে তা ফিরিয়ে নেন। তাদের দিল্লিতেই থাকতে বলেন। পরিস্থিতি ক্রমেই জটিল আকার নেওয়ায় মা সোনিয়া হস্তক্ষেপ করতে রাহুলের বাসভবনে এসেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।কারণ, সর্বভারতীয় সভাপতি হওয়ার পর রাহুলের এটাই সবচেয়ে পরীক্ষা।

Published on: ডিসে ১৩, ২০১৮ @ ১৯:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 − 40 =