কর্নাটক থেকে সাইকেল চালিয়ে 30 দিনে হিমাচলের অটল টানেলে পৌঁছলেন এই যুবক

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ২০, ২০২০ @ ১৩:০৪

এসপিটি নিউজ:  সম্ভবত তিনিই প্রথম ব্যক্তি যিনি সুদূর কর্নাটক থেকে সাইকেল চালিয়ে হিমাচলের প্রদেশের রোটাং-এ অটল টানেলে পৌঁছেছেন। সিদ্ধেশ্বর নামে ওই যুবক কর্ণাটকের শিমোগা থেকে সাইকেলে রওনা হয়েছিলেন। এক মাস লেগেছে তার গন্তব্যে পৌঁছতে।

ভারতীয় জনতা যুব মোর্চা সিদ্ধেশ্বরের ছবি ট্যুইট করে লিখেছে- ভারতীয় জনতা যুব মোর্চার কর্ণাটকের কার্যকর্তা সিদ্ধেশ্বরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি প্রধানমন্ত্রী ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’কে এগিয়ে নিয়ে গেছেন। সেই সঙ্গে দেশের যুবকদের উৎসাহিত করেছেন।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর লিখেছেন- শিমোগার কার্যকর্তা সিদ্ধেশ্বর প্রশংসনীয় উদ্যোগে কর্ণাটক থেকে হিমাচলের রোটাং-এ অ্টল টানেল পর্যন্ত সাইকেল চালিয়ে যুবকদের একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন।তিনি প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া আন্দোলনের জন্য জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। অটল টানেলে পোঁছনোর পর সংগঠনের মানালির কার্যকর্তারা সিদ্ধেশ্বেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।

কর্ণাটক থেকে হিমাচল প্রদেশের অটল টানেলে দীর্ঘ 2,625 কিলোমিটার পথ অতিক্রম করতে সিদ্ধেশ্বরের সময় লেগেছে 30দিন।

Published on: নভে ২০, ২০২০ @ ১৩:০৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 1