আজ রাত ১২টা থেকে সারা দেশে লকডাউন শুরু-ঘোষণা প্রধানমন্ত্রীর

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২৪, ২০২০ @ ২০:২১

এসপিটি নিউজ:  করোনা ভাইরাস নিয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতিকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমান পরিস্থিতির অস্বাভাবিকতা নিয়ে গোটা দেশজুড়ে আজ রাত ১২টা থেকে লকডাউন জারি করার কথা ঘোষণা করলেন।তিনি যা বললেন-

  • কিছু লোকের ভুল ভাবনা-চিন্তা আপনাকে আপনার পরিবারকে আমাদের দেশকে ভুগতে হবে।
  • আজ রাত ১২টা থেকে গোটা দেশে লকডাউন জারি করে দেওয়া হয়েছে। আপনি ঘর থেকে বেরোবেন না।
  • আপনারা এই সময় যেখানে আছেন সেখানেই থাকুন।
  • এই লোকডাউন তিন সপ্তাহ হবে।
  • আগামী ২১ দিন দেশবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।
  • এই ২১ দিন যদি না সামলে উঠতে না পারেন তাহলে ২১ বছর পিছিয়ে যাবেন।
  • আমি প্রধানমন্ত্রী হিসেবে নয় আপনার পরিবারের সদস্য হিসেবে বলছি।
  • ঘরে থাকুন-ঘরে থাকুন-ঘরে থাকুন।
  • এই লোকডাউনে ঘরের চারপাশে লক্ষনরেখা করে দেওয়া হল।
  • করোনা সংক্রামিত ব্যক্তিকে প্রথমে বোঝা যায় না।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একজন সংক্রামিত ব্যক্তি বহু মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে।
  • এই সময় কদম কদম করে চলতে হবে।
  • আপনাদের কাছে হাত জোড় করে বলছি- আপনারা ঘর থেকে বেরোবেন না। ঘরে থেকে সকলের জন্য প্রার্থনা করুন।
  • কেন্দ্র ও রাজ্য গতিতে কাজ করে চলেছে।
  • সমস্ত অত্যাবশ্যক পন্য জারি থাকছে।
  • এই পরিস্থিতি গরিবের কাছে সমস্যা নিয়ে এসেছে।
  • গরিবের পাশে দাঁড়াতে অনেকেই এগিয়ে এসেছে।
  • বিনা ডাক্তারের পরামর্শে কেউ ওষুধ নেবেন না।
  • সমস্ত ভারতীয় এই ২১দিন লকডাউন পালন করুন।
  • এই লকডাউন কার্ফুর মতো। জনতা কার্ফুর চেয়েও কঠিন।
  • আপনার পরিবারের কথা চিন্তা করে এই নির্দেশ পালন করুন।
  • আপনারা নিজেদের প্রতি নজর দিন। সরকারি নিয়ম-নীতি মেনে চলুন।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে- করোনা ভাইরাসে প্রথম এক লক্ষ লোক আক্রান্ত হতে সময় নিয়েছে ৬৭ দিন। পরের এক লক্ষ আক্রান্ত হতে সময় নিয়েছে ১১ দিন। আর তার পরের এক লক্ষ লোক আক্রান্ত হতে সময় নিয়েছে মাত্র চার দিন।
  • এ থেকেই আপনারা বুঝতে পারছেন কত দ্রুত এই ভাইরাস সংক্রামিত হচ্ছে।

Published on: মার্চ ২৪, ২০২০ @ ২০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 − 71 =