এবার আইপিএস নয়, নির্বাচন কমিশন অপসারিত করল পশ্চিমবঙ্গের সাত পুলিশ আধিকারিককে

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ১৫:২৫

এসপিটি নিউজ, কলকাতা, ২২ এপ্রিলঃ এবার নির্বাচন কমিশনের কোপে পড়ল পশ্চিমবঙ্গের সাতজন পুলিশ আধিকারিক। যাদের মধ্যে ওসি থেক এসডিপিও পদ মর্যাদার আধিকারিকরা রয়েছেন। রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক দু’দিন আগেই বলেছিলেন যে ১০ বছর আগে বিহারে যেমন ছিল এখন পশ্চিমবঙ্গে তেমনটা চলছে। তাঁর সেই বক্তব্যেরই প্রকাশ ঘটল রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হওয়ার ঠিক আগের দিন এই সাত পুলিশ আধিকারিকের অপসারণের ঘটনার মধ্য দিয়ে।

কোন কোন পুলিশ আধিকারিকরা হলেন অপসারিত

অপসারিত এই আধিকারিকদের মধ্যে তিনজনই হলেন মুর্শিদাবাদ জেলার। তারা হলেন-

  1. সৈকত রায়-আইসি, রঘুনাথগঞ্জ থানা
  2. উদয়শঙ্কর ঘোষ-আইসি, ফরাক্কা থানা
  3. বিধান হালদার-এএসআই, সামশেরগঞ্জ থানা
  4. পশ্চিম বর্ধমানের অজয় মন্ডল-বারাবনি থানা
  5. রাজশেখর মুখোপাধ্যায়-অন্ডাল
  6. উত্তর ২৪ পরগনার কৃষ্ণেন্দু ঘোষ-বিজপুর থানা
  7. সুমনকান্তি দাস-এসডিপিও, বিষ্ণুপুর, বাঁকুড়া

 এদের সকলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিজেপি, কংগ্রেস ও সিপিএম উভয় দলই এই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল কমিশনে। কমিশন সব অভিযোগ খতিয়ে দেকেহ তার সত্যতা পাওয়ার পরই তাদের অপসারণের সিদ্ধান্ত নেয়। তনে কমিশন জানিয়ে দিয়েছে, অপসারিতি এইসব অফিসারদের ভোটের কাজ থেকে বিরত রাখতে হবে। তারা যেন কোনওভাবেই ভোটের কাজে সামিল না হয়।

উল্ল্যেখ্য, যে সাতজন অফিসারকে অপ্সারণ করা হয়েএছে তার মধ্যে মুর্শিদাবাদের তিন  আধিকারিক আছে। আর আগামিকাল তৃতীয় দফার ভোট হতে চলেছে মুর্শিদাবাদ জেলাতেই। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ভোট হবে পরে।

ইতিমধ্যে কমিশন জানিয়ে দিয়েছে যে তৃতীয় দফার ভোটকে তারা আরও বেশি করে গুরুত্ব দিয়ে সেখানে যাতে আরও বেশি মানুষ সামিল হতে পারে তারা যাতে নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ও সুষ্ঠূভাবে ভোট হতে পারে সেজন্য ৯২ শতয়াংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।একই সঙ্গে সাত পুলিশ আধিকারিককেও তারা সরিয়ে দিয়েছে পক্ষপাতিত্বের অভিযোগে।

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ১৫:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 + = 74