আইসিএসই-তে রাজ্যের মধ্যে শীর্ষে নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল

Main দেশ রাজ্য
শেয়ার করুন

৯৯.৬% নম্বর পেয়ে প্রথম স্থানে স্কুলের ছাত্র তমাল রায় মহাপাত্র

প্রথম স্থানে রাজ্যের ন’টি স্কুলের ন’জন ছাত্র-ছাত্রী

Published on: মে ৬, ২০২৪ at ২১:২১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৬ মে: গত বছরের ধারা বজায় রেখে এবারেও আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায় অসাধারণ পারফরম্যান্স করল নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল। স্কুলের দক্ষ প্রিন্সিপাল-এর তত্ত্বাবধানে এবার আরও ভাল ফলাফল করে গতবছরের রেকর্ড ভেঙে দিয়ে স্কুলের কৃতী ছাত্র তমাল রায় মহাপাত্র ৯৯.৬% নম্বর নিয়ে রাজ্যের মধ্যে আইসিএসই-তে প্রথম স্থান অর্জন করেছে।

তমালের শীর্ষ স্থান পাওয়ার মধ্য দিয়ে নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল-এর  মাথায় আরও এক সাফল্যের পালক জুড়ে গেল। এবার একই সঙ্গে ন’জন প্রথম স্থান পেয়েছে রাজ্যে। সেই তালিকায় ক্যালকাটা গার্লস, লা মার্টিনিয়ার ফর বয়েজ, দিল্লি পাবলিক স্কুল, সেন্ট জেভিয়ার্স-এর মতো স্কুল রয়েছে। সেই তালিকায় স্থান করে নিল নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল-ও।

স্কুলের এমন অসাধারণ পারফম্যান্সে অত্যন্ত খুশি প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এবার নৈহাটি সেন্ট লুক’স ডে স্কুলের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত ভাল ফল করেছে। পাশের হার ১০০ শতাংশ। স্কুলের ১৩৪জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনেরই পাশের হার ৯০ ও তার বেশি। তমাল রায় মহাপাত্র ৯৯.৬% নম্বর পেয়ে স্কুল ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। স্কুলের মধ্যে ৯৯.৪% পেয়ে দ্বিতীয় হয়েছে অহন দ্যুতি দে, ৯৯.২% পেয়ে স্কুলে তৃতীয় হয়েছে ময়াঙ্ক শ, ৯৯% নম্বর পেয়ে স্কুলের মধ্যে চতুর্থ হয়েছে সায়ম দে।

নৈহাটি সেন্ট লুক’স ডে স্কুলের সেক্রেটারি সুজিত ভট্টাচার্য স্কুলের এই পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি জানান, এবার তাদের স্কুল অসাধারণ রেজাল্ট করেছে। আইসিএসই-তে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে তাদের ছাত্র। মোট ন’জন প্রথম হয়েছে, যেখানে রয়েছে রাজ্যের ন’টি স্কুল। যার মধ্যে রয়েছে ক্যালকাটা গার্লস হাই স্কুল, লা মার্টিনিয়ার ফর বয়েজ, লিলুয়ার ডন বস্কো স্কুল, গসপেল হোম স্কুল, নিউটাউনের দিল্লি পাবলিক স্কুল, পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল। এই সেরা স্কুলের তালিকায় উঠে এল সেন্ট লুক’স ডে স্কুলের নামও।

এদিন স্কুলে এসে রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি ফুলের তোড়া দিয়ে প্রথম স্থানাধিকারী তমাল রায় মহাপাত্রকে সম্বর্ধিত করেন। এরপর নিজের হাতে প্রিয় ছাত্র তমালকে মিস্টি মুখ করান স্কুলের স্কুলের প্রিন্সিপাল ছাত্র-ছাত্রীদের প্রিয় “বড় আন্টি” সাধনা ভট্টাচার্য।

নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল এখন শুধু নৈহাটির নয় গোটা বাংলার গর্বের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে স্কুলের প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিশেষ মিটিং করে শিক্ষার মানকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আরও ভাল করা যায়, কিভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের সেরার সেরা তালিকায় পৌঁছে দেওয়া যায় তা নিয়ে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। নিজে ছাত্র-ছাত্রীদের কাছে গিয়ে তাদের কথা শোনেন। কৃতী  ছাত্র-ছাত্রীদের রেজাল্ট কিভাবে আরও ভাল করা যায় এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের কিভাবে আরও উন্নত করা যায় সেই প্রয়াস তিনি জারি রেখেছেন। আজ তারই সুফল পেতে শুরু করেছে নৈহাটির সেন্ট লুক’স ডে স্কুল।

Published on: মে ৬, ২০২৪ at ২১:২১


শেয়ার করুন