Published on: ডিসে ১১, ২০১৮ @ ১৬:৪৮
এসপিটি নিউজ ডেস্কঃ একজিট পোল আগেই ঘোষণা করেছিল বিজেপির বিপর্যয়ের কথা। কিন্তু তা এমন ভয়াবহ আকার নেবে তা বিজেপি শীর্ষ নেতৃত্ব ভাবতেই পারেনি। বিষেরশ করে ছত্তিশগড় তাদের হাতছাড়া হবে বলেও তারা কখনই আশা করেনি। তবু দেখা গেল ভোটের ফলাফল প্রকাশ হতে শুরু করতেই ছবিটা বদলে যেতে লাগল।এমন ফলাফলে উল্লসিত দেশের বিজেপি বিরোধী সব কটি দল। এমনকি এই পরিস্থিতিতে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি শরিক শিবসেনাও। তারা বিজেপিকে উদ্দেশ্য করে বলেছে- এ ২০১৪ সালের রাহুল গান্ধী নয়, ২০১৯-এ এবার সরাসরি মোদি-রাহুল লড়াই হবে। আসুন দেখে নেওয়া যাক পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল কোন দল কত আসন পেল-
ছত্তিশগড়
দল জয়ী এগিয়ে মোট
বিজেপি ১৫ ০ ১৫
কংগ্রেস ৬৮ ০ ৬৮
অন্যান্য ৭ ০ ৭
মধ্যপ্রদেশ
দল জয়ী এগিয়ে মোট
বিজেপি ১০৯ ২২ ১০৯
কংগ্রেস ১১৪ ২৬ ১১৪
বিএসপি ২ ০ ২
সপা ১ ০ ১
অন্যান্য ৪ ০ ৪
মিজোরাম
দল জয়ী এগিয়ে মোট
বিজেপি ১ ০ ১
কংগ্রেস ৫ ০ ৫
এমএনএফ ২৬ ০ ২৬
অন্যান্য ৮ ০ ৮
রাজস্থান
দল জয়ী এগিয়ে মোট
বিজেপি ৭৩ ০ ৭৩
কংগ্রেস ৯৯ ০ ৯৯
বিএসপি ৬ ০ ৬
সিপিএম ২ ০ ২
অন্যান্য ১৯ ০ ১৯
তেলেঙ্গানা
দল জয়ী এগিয়ে মোট
বিজেপি ১ ০ ১
কংগ্রেস ১৯ ০ ১৯
টিআরএস ৮৮ ০ ৮৮
অন্যান্য ১১ ০ ১১
Published on: ডিসে ১১, ২০১৮ @ ১৬:৪৮