
Published on: জুলা ৫, ২০১৮ @ ১৬:২০
এসপিটি স্পোর্টস ডেস্কঃ এবার শুরু হতে চলেছে ২০১৮ ফিফা বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। আর তার জন্য ফিফা নির্দিষ্ট রেফারি নিয়োগ করেছে। বেশ কয়েকজন রেফারিকে ফিফা ছেড়ে দিয়েছে।
এজন্য ১৭জন রেফারিকে চূড়ান্ত করেছে ফিফা।
তাঁরা হলেন-ইরানের ফাঘানি আলিরেজা ও বাহরিনের শুকরাল্লা নওয়াফ আবদুল্লা। সেনেগালের দিয়েধিউ মালাং, জাম্বিয়ার সিকাজি জ্যানি। আমেরিকার জিগার মার্ক ও মার্যুফো, মেক্সিকোর র্যামোস প্যালাজিউলোস। উরুগুয়ের চুনহা অ্যান্দ্রেস, আর্জেন্টিনার নেস্টর পিটানা, ব্রাজিলের রিচ্চি স্যান্ড্রো। নিউজিল্যান্ডের কঙ্গার ম্যাথিউ।
তুরস্কের সাকির কুনেত, নেদারল্যান্ডের কুপার্স বোর্ন, স্পেনের ম্যাতিউ লাহোজ অ্যান্তোনিও, সার্বিয়ার মিলোরাদ ম্যাজিক, ইতালির রোচ্চি জিয়ানলুকা, স্লোভানিয়ার স্কোমিনা দামির।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি
ব্রাজিলের স্যাম্পাইও উইল্টন, পর্তুগালের দিয়াস সোয়ার্স আর্তার, পোল্যান্ডের গিল পাওয়েল, ইতালির ইর্যাতি ম্যাস্যিমিলিয়ানো, নেদারল্যান্ডের ম্যাকিলি ড্যানি, ইতালির ওর্যাস্তো ড্যানিয়েলে, ভ্যালেরি পাওলো, জার্মানির জোয়ার ফেলিক্স।
এবার দেখে নেওয়া যাক ৬ ও ৭ জুলাই অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কারা থাকছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে।
উরুগুয়ে-ফ্রান্স (কোয়ার্টার ফাইনাল)
রেফারি- আর্জেন্টিনার নেস্টর পিটানা
সহ-রেফারি-আর্জেন্টিনার হার্নান মৈদানা
সহ-রেফারি-আর্জেন্টিনার জুয়ান পাবলো বেলাত্তি
চতুর্থ রেফারি-ইরানের ফাঘানি আলিরেজা
রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট-ইরানের সুখন্দন রাজা
ব্রাজিল-বেলজিয়াম (কোয়ার্টার-ফাইনাল)
রেফারি- সার্বিয়ার মিলোরাদ ম্যাজিক
সহ-রেফারি-সার্বিয়ার মিলোভান রিস্টিক
সহ-রেফারি-সার্বিয়ার দালিবর জুর্জেভিচ
চতুর্থ রেফারি-আমেরিকার জায়ার মার্যুফো
রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট-আমেরিকার কোরে রকওয়েল
সুইডেন-ইংল্যান্ড(কোয়ার্টার-ফাইনাল)
রেফারি- নেদারল্যান্ডেরর বোর্ন কুপার্স
সহ-রেফারি-নেদারল্যান্ডের স্যান্ডেল ভ্যান রুকেল
সহ-রেফারি-নেদারল্যান্ডের ইরউইন জিন্সট্রা
চতুর্থ রেফারি-স্পেনের অ্যান্তোনিও ম্যাতিউ লাহুজ
রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট-স্পেনের পাউ সেব্রিয়ান
রাশিয়া-ক্রোয়েশিয়া (কোয়ার্টার-ফাইনাল)
রেফারি- ব্রাজিলের স্যান্ড্রো রিচ্চি
সহ-রেফারি-ব্রাজিলের এমারসন দি কার্ভালহো
সহ-রেফারি-ব্রাজিলের মার্সিলো ভ্যান গাস্যি
চতুর্থ রেফারি-জাম্বিয়ার জ্যানি সিকাজি
রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট-অ্যাঙ্গোলার জার্সন দস স্যান্টোস
Published on: জুলা ৫, ২০১৮ @ ১৬:২০