Published on: জুন ৩০, ২০১৮ @ ১০:৪২
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ইতিমধ্যেই শেষ ১৬-য় পৌঁছে গেছে সেরা দলগুলি। ৩২টি দলের মধ্যে বাকি ১৬টি দল বিদায় নিয়েছে এবারের রাশিয়া বিশ্বকাপ থেকে।আজ থেকে আবার শুরু হতে চলেছে শেষ ১৬-র প্রতিযোগিতা, যা নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। নিজেকে সেরা দেখানোর এই শেষ সুযোগ, হারলেই সব শেষ। ফেলে আসা এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ঘটে গেছে বহু ঘটনা। সব তুলে ধরা সম্ভব নয়। তার মধ্যে থেকে কিছু স্মরণীয় মুহূর্ত আমরা তুলে ধরলাম পাঠকদের সামনে।
জার্মানির বিদায়
এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন জার্মানির বিদায়। সুইডেনের বিরুদ্ধে ওরকম রুদ্ধশ্বাস ম্যাচে ৯৫ মিনিটে টনি ক্রুজের অমন সুন্দর চোখ ধাঁধানো ফ্রিকিক থেকে গোলে জিতে বিশ্বকাপ নতুন আশা তৈরি করে যেভাবে তারা গ্রুপের সবচেয়ে দুর্বল দলের কাছে ২-০ গোলে হেরে গেল তা এবারের বিশ্বকাপে সেরা অঘটন মনে করা হচ্ছে।১৯৩৮ সালের পর এই প্রথম তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল।
শাকিরির গোল ও “জোড়া ঈগল উদযাপন”
সার্বিয়ার বিরুদ্ধে সুইৎজারল্যান্ডের হয়ে জেরদান শাকিরি শেষ মুহূর্তে জয়সূচক গোল করে যেভাবে জোড়া ঈগল উদযাপন করেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায়। সার্বিয়ার প্রধান ফুটবল প্রশাসক যা নিয়ে ফিফার কাছে নালিশ পর্যন্ত জানান।
ইরানি ডিগবাজি
স্পেনের বিরুদ্ধে তখন দাপিয়ে খেলে যাচ্ছে ইরান দল। স্পেনের পেনাল্টি বক্সের পাশ বরাবর সাইড লাইনে থ্রো-ইন পায় ইরান। থ্রো-ইন নেওয়ার সময় ইরানের মিলাদ মহম্মদি আচমকা সবাইকে চমকে দিয়ে ডিগবাজি খান। এরপর তিনি থ্রো-ইন নেওয়ার সময় রেফারি বাঁশি বাজিয়ে তাঁকে থমতে নির্দেশ দেন। জানান, এভাবে নয়, স্বাভাবিকভাবেই থ্রো-ইন নিতে হবে।
মেসির গোল
ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পর্যুদস্ত হওয়াটা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে বড় ধাক্কা। ঠিক তেমনই নাইজেরিয়ার বিরুদ্ধে খেলার ১৪ মিনিটে মেসির অসাধারণ গোলের সুবাদে নতুন করে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। এই ম্যাচে তারা জেতে ২-০ গোলে।
গোল কম
এবারের বিশ্বকাপে তুলনামূলকভাবে অনেক কম গোল হয়েছে। কিন্তু রাশিয়া-সৌদি আরবের উদ্বোধনী ম্যাচে গোল সংখ্যা দেখে মনে করা হয়েছিল এবার বোধ হয় গোলের বন্যা বয়ে যাবে। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ শেষে ছবিটা আশানুরূপ হল না।গ্রুপ পর্বের ম্যাচে গোল হয়েছে মাত্র ১১৮টি। যদিও ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে এর চেয়েও কম গোল হয়েছিল, যথাক্রমে-১১৭ ও ১০১টি।
তবে ১৯৯৮, ২০০২ ও ২০১৪ সালে বিশ্বকাপের ম্যাচে মোট গোল হয়েছিল ১২৬, ১৩০ ও ১৩৬টি। আশা করা যায় এবার হয়তো মোট গোলের সংখ্যা আরও বাড়বে।
ভিএআর
এবারের বিশ্বকাপে নয়া সংযোজন হল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর।যা নিয়ে ফুটবল বিশ্বে বিতর্কের শেষ নেই। কেউ সন্তুষ্ট আবার কেউ নয়। তবে এই ভিএআর-এর সৌজন্যে এবারের বিশ্বকাপে গত পাঁচটি বিশ্বকাপের চেয়েও বেশি পেনল্টি হয়ে গেছে ইতিমধ্যে শুধু গ্রুপ পর্বের ম্যাচগুলিতে। ২৪টি। যা পাঁচটি বিশ্বকাপের মোট পেনাল্টির চেয়েও বেশি।
Published on: জুন ৩০, ২০১৮ @ ১০:৪২