Published on: জুন ৩০, ২০১৮ @ ২৩:২২
এসপিটি স্পোর্টস ডেস্কঃ শেষ ১৬-র প্রথম ম্যাচেই ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। মেসি রক্ষা করতে পাওরল না দলকে। এবার সবাই তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। তিনি কি পারবেন পর্তুগালকে জেতাতে? এজন্য আর কিছু সময় আমাদের অপেক্ষা করে থাকতে হবে।তবে তার আগে আসুন জেনে নেওয়া যাক এই ম্যাচের নানা তথ্য।
কোথায় হচ্ছে এই ম্যাচ
রাশিয়ার সোচিতে ফিস্ত স্টেডিয়ামে এই ম্যাচ হতে চলেছে। স্টেডিয়ামে আসন সংখ্যা ৪৭,৬৫৯।
ম্যাচ পরিচালনায়
এদিনের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন মেক্সিকোর রেফারি র্যামোস সিজার। তাঁকে সহযোগিতা করবেন স্বদেশীয় তরেন্তেরা মারভিন ও হার্নান্ডেজ মিগুএল। চতুর্থ রেফারি থাকছেন আমেরিকার মারুফো জায়ার। প্রথম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কানাডার ফ্লেচার জো, দ্বিতীয় ভিএআর জার্মানির ডাঙ্কার্ট বাস্তেইন, তৃতীয় জন নেদারল্যান্ডের ম্যাকিলি ড্যানি।
যাঁদের দিকে নজর থাকবে এই ম্যাচে
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (জার্সি-৭), যে মারিও(জার্সি-১০), রিকার্ডো(জার্সি-১৫), পেপে(জার্সি-৩), আদ্রিয়ান সিল্ভা(জার্সি-২৩)।
উরুগুয়ের দিয়েগো গডিন(জার্সি-৩), রড্রিগো বেনটাঙ্কুর(জার্সি-৬), লুই সুয়ারেজ(জার্সি-৯), এডিন্সন কাভানি(জার্সি-২১)।
ছবি-গেটি ইমেজ
Published on: জুন ৩০, ২০১৮ @ ২৩:২২