রেলযাত্রীদের জন্য সুখবর, ১৩ জোড়া শীতকালীন স্পেশাল ট্রেন চালাবে রেল

ভ্রমণ রেল
শেয়ার করুন

হাওড়া, ২৮ নভেম্বরঃ  আপনি কি এরমধ্যে  ঘুরতে যেতে চান? তাহলে আর দেরী কেন। কেটে ফেলুন টিকিট। নিজের আসন নিশ্চিত করতে আপ্নাদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় ড়েল। যাত্রী ভীড় সামলাতে দক্ষিন পূর্ব রেল ১৩ জোড়া অতিরিক্ত সাপ্তাহিক এ সি সুপার ফাস্ট স্পেশাল ট্রেন চালনোর সিদ্ধান্ত নিল। ট্রেনগুলি আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সাতরাগাছি ও রাজকোটের মধ্যে যাতায়াত করবে।

দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ০২৪৩৪ সাতরাগাছি রাজকোট এ সি সুপার ফাস্ট স্পেশাল প্রতি শুক্রবার ২১টা ৩৫ মিনিটে ছেড়ে রবিবার ১৩টা ৪৫ মিনিটে রাজকোটে পৌছাবে।অন্যদিকে প্রতি রবিবার ২২টা২০ মিনিটে রাজকোট থেকে ছেড়ে মঙ্গলবার ১৬টা ৩৫ মিনিটে সাতরাগাছি পৌছবে। রেল সূত্রে খবর ট্রেনটিতে ১৪টি এ সি থ্রি টায়ার কোচ থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 36 = 46