
Published on: অক্টো ৯, ২০১৮ @ ২৩:৫১
এসপিটি নিউজ ডেস্কঃ আবারও বলিউডে নিজের অভিনয়ের ক্যারিশ্মা দেখাতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তাঁর ‘হিচকি’ ছবির প্রচারে তিনি এখন চিনে। সেখানকার একটা বড় মার্কেট ধরতেই তাঁর এই প্রয়াস। আর তাই তিনি গত ৭ অক্টোবর থেকে পড়ে আছেন সেই দেশে।
আগামী ১২ অক্টোবর ‘হিচকি’ চিনে মুক্তি পেতে চলেছে। তার আগে তিনি চিনের নানা জায়গায় গিয়ে সেদেশের মানুষদের সঙ্গে কথা বলে নিজের জায়গা ছবির জায়গাটা তাদের মধ্যে গেঁথে দিতে চাইছেন। সেই প্রয়াস তিন শুরুও করে দিয়েছেন।
তিনি মূলত চিনের বেজিং, সাংহাই, গুয়াংঝাউ, চেংদুতে ঘুরছেন। চিনে রানী সেদেশের ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমের মুখোমুখি হবেন। ছবিতে রানীকে দেখা যাবে একজন শিক্ষিকার ভূমিকায়। যেখানে তিনি সেইসমস্ত ছাত্রছাত্রী যারা অনাকাঙ্ক্ষিত স্নায়ুতন্ত্রের ব্যাধিতে আক্রান্ত , অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের জীবনকে পরিবর্তন করে স্বাভাবিক ছন্দে নিয়ে আসবেন। যা খুব দৃষ্টিনন্দন ও শিক্ষনীয়।
তিনি চিনের প্রাচীর দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। তাঁর ছবি চিনে মুক্তি পাওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত রানী।
Published on: অক্টো ৯, ২০১৮ @ ২৩:৫১