
সংবাদদাতা-ইবতিসাম রহমান
Published on: জানু ৫, ২০১৯ @ ১৭:২৭
এসপিটি নিউজ, ঢাকা, ৫ জানুয়ারিঃ বাংলাদেশের রাজনীতিতে এও এক ভাল দিক। যেখানে অন্য এক রাজনৈতিক দলের প্রধান দেশের বিজয়ী দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানালেন। চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার (৫ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়। বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
এরশাদ তার বার্তায় আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সবসময় সরকারকে সহযোগিতা করবে। এছাড়া ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্বগ্রহণ করায় তাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এরশাদ।
Published on: জানু ৫, ২০১৯ @ ১৭:২৭