Published on: জানু ৭, ২০২৩ @ ২১:১৮
Reporter: Dr. Soumitra Pandit
এসপিটি নিউজ, কলকাতা, ৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে স্বর্ণজয়ন্তী পুনর্মিলন উৎসব। আগামী ১০ ও ১১ জানুয়ারি দু’দিন ধরে হবে এই উৎসব। করোনা মহামারীর পর এবারের এই পুনর্মিলন উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ।
বেলগাছিয়ায় বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গনে এই পুনর্মিলন উৎসব আয়োজিত হতে চলেছে। দু’দিনের এই অনুষ্ঠানে “বিজ্ঞান ভিত্তিক আলোচনা”, খেলাধুলা, কুইজ কনটেস্ট, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এছাড়া প্রাণী চিকিৎসক ছাত্রছাত্রী- শিক্ষক দ্বারা অনুষ্ঠিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে বিশেষ চমক প্রাণী চিকিৎসক দ্বারা অভিনীত “কারেল চাপেক” অবলম্বনে দমফাটা হাসির নাটক “পাথর” । নাট্যরূপ দিয়েছেন বিমল বন্দ্যোপাধ্যায়। নির্দেশনায় রাজশ্রী মন্ডল। অভিনয়ে আছেন –ড. প্রদীপ দাস, ড. সৌরভ দাস, ড.কিংশুক দাস, ড. জয়দীপ মুখার্জী, ড. সৌমিত্র পন্ডিত, সুমন হালদার এবং ড. সোমা ব্যানার্জী।
উৎসব কমিটি আগামী এই দুইদিন এই রাজ্যের সকল প্রাণী চিকিৎসকদের এই স্বর্ণজয়ন্তী পুনর্মিলন উৎসবে উপস্থিত থেকে উৎসবকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানিয়েছে। তারা আশা করছে, এ বছর প্রায় দেড় থেকে দু’হাজার জন প্রাণী চিকিৎসকের উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Published on: জানু ৭, ২০২৩ @ ২১:১৮