স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে অভিভাবকদেরও বিশেষ ক্লাস নিল সোনারপুর থানার পুলিশ

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২০:০৭

এসপিটি নিউজ, বারুইপুর, ১১ সেপ্টেম্বরঃ ইদানীং মোবাইল ফোনের ব্যবহার বেড়ে গেছে। এর ফলে বহু অল্পবয়সী ছেলে-মেয়েরা এর শিকার হয়ে চলেছে। তাদের অনেকেই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে নিজের অজান্তেই। এর পিছনে সমাজের যেমন একটা ভূমিকা আছে ঠিক তেমনই বাবা-মায়েরাও দায় এড়িয়ে যেতে পারেন না। তাই এইসব ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির বড়দের আরও বেশি করে সময় দিতে হবে। সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।তবেই এ ধরনের বিপদ থেকে বাঁচানো সম্ভব হবে আমার-আপনার বাড়ির ছেলে-মেয়েদের। মঙ্গলবার সোনারপুর থানার আইসি পরেশ রায় এভাবেই ছাত্রছাত্রী-অভিভাবকদের সাইবার ক্রাইমের বিশেষ পাঠ পড়ালেন।

সোনারপুর থানার উদ্যোগে গড়িয়া মহামায়াপুর আদর্শ বিদ্যপীঠ স্কুলে স্বয়ংসিদ্ধা ও সাইবার ক্রাইম-এর ব্যবস্থাপনায় বিশেষ ক্লাস নেওয়া হয়। যেখানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন।আর সেই বিশেষ ক্লাসে থানার আইসি পরেশ রায় সকলকে দিলেন এই বিষয়ে মূল্যবান পরামর্শ। কিভাবে রক্ষা করবেন তাদের ছেলে-মেয়েদের, কিভাবে একটি ছেলে কিংবা মেয়ে এই বিপদ থেকে নিজেকে বাঁচাবে তা নিয়ে দিলেন কিছু মূল্যবান টিপস।

বাবা-মায়েদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়ে আইসি ছেলে-“মেয়েদের পিছনে বেশি সময় দেওয়ার কথা বলেন।” তিনি বলেন, “আপনার ছেলে-মেয়েকে সবচেয়ে ভালো আপনারাই চেনেন। তাই তারা যাতে বিপথে পা না বাড়ায় সেটাও আপনাদেরই দেখতে হবে।”

একই সঙ্গে পড়ুয়াদের তিনি পরামর্শ দেন-“মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করো। এর ভালো দিক কাজে লাগানোর চেষ্টা করো। অযথা মোবাইল ফোনে অচেনা-অজানা কিছু নিয়ে আগ্রহী হয়ে উঠবে না। তেমন হলে তা নিয়ে বাড়ির লোকজন অথবা স্কুলের শিক্ষক-শিক্ষিকা সব শেষে লোকাল থানায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে। মনে রাখবে পুলিশ সব সময় তোমাদের পাশে আছে। পুলিশের ফোন নম্বর রাখো। কোনও বিপদে পড়লেই ফোনে যোগাযোগ করো।”

এদিনের এই সচেতনতার বিশেষ ক্লাসে বিভিন্ন তথ্য চিত্র তুলে ধরা হয় ।উপ্সথিত ছিলেন পুলিশ অফিসার জয়ন্ত পোদ্দার, স্কুলের শিক্ষিকা সুপর্ণা রাহা, পুরমাতা নমিতা দাস।

Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২০:০৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 − 35 =