
Published on: জুলা ৩০, ২০২০ @ ২৩:০৫
এসপিটি নিউজ: দলের এক সহযোদ্ধাকে হারিয়ে শোকস্তব্ধ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আর নেই। এই খবর পাওয়ার পরই ট্যুইট করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। ট্যুইটে তিনি শোক ও সমবেদনা জানালেন।তিনি লিখলেন-” সোমেন মিত্র আর নেই এটা ভাবতে পারছিনা, বাংলার একটা অধ্যায় সমাপ্ত হলো। সংগ্রাম করে, প্রতিকূলতার মোকাবিলা করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আমার রাজনৈতিক অভিভাবক, আমাকে জনপ্রতিনিধি করার মূল কারীগর সোমেনদা-কে হারিয়ে আমি দুঃখে কাতর ও বেদনাহত হলাম।”
Published on: জুলা ৩০, ২০২০ @ ২৩:০৫