
Published on: মে ৮, ২০১৮ @ ১৬:৪৫
এসপিটি নিউজ ডেস্কঃ চার বছরের বন্ধুত্ব অবশেষে শুভ পরিণয়ের রূপ নিল।আনন্দ আহুজার সঙ্গে ফাতপাঁকে বাঁধা পড়লেন অনিল কাপুরের লাডলি বেটি সোনম কাপুর। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় পাঞ্জাবী রীতি-নীতি মেনেই বিবাহ শুরু হয়।যেখানে বলিউডের বহু বিশিষ্ট মানুষজন হাজির হয়ে নব দম্পতিকে আশীর্বাদ জানাতে এসেছিলেন।
এই বিবাহ অনুষ্ঠান সোনমের মাসি কবিতা সিংহের ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত সনটেক সিগনেচার আইল্যান্ডের বাংলোতে হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিবাহ অনুষ্ঠান শুরু হয়।বিয়ের প্রাঙ্গনে যথাসময়ে পৌঁছে যান সোনম কাপুর। এক লাল চুনারে আবৃত অবস্থায় ভাই অর্জুন, হর্ষবর্দন ও মোহিত তাঁকে মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেন।
হিন্দি জাগরন পত্রিকার খবর অনুসারে জানা গেছে, বিয়ের কাজ সম্পন্ন হতেই দেখা যায় দু’জনকে কেক কাটতে।
এই বিবাহ অনুষ্ঠানে হাজির থাকতে আসেন বলিউডের নামিদামি ব্যক্তিরা। আমির খান তাঁর স্ত্রী কিরণ রায়ের সঙ্গে হাজির হন।হাজির হন অমিতাভ বচ্চন, করন জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ অনেকেই। কাপুর পরিবার আমন্ত্রিতদের সকলকে স্বাগত জানাতে সেখানেই হাজির ছিলেন। সন্ধ্যায় মুম্বই-এর এক ফাইভ স্টার হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছে।
এই বিয়েতে সোনম কাপুরের জন্য তিনজন ডিজাইনার কাপড় তৈরি করেন। সোনম এমনিতে তাঁর ডিজাইনার অনামিকা খান্নার ড্রেস পড়ে থাকেন। সেই মতো তাঁর জন্য অবু জ্ঞানী এবং সন্দীপ খোলসা কাপড় তৈরি করেন। অনুরাধা উকীল তাঁর জন্য লেহেঙ্গা তৈরি করেন।
সংবাদ সংস্থার খবর অনুসারে, ফ্যাশন ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোর সোনমের স্বামী আনন্দ আহুজার বিয়ের পোশাকের ডিজাইন করেন।
Published on: মে ৮, ২০১৮ @ ১৬:৪৫