সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ১২, ২০১৮ @ ২০:৫৩
এসপিটি নিউজ, পাথরপ্রতিমা, ১২ জানুয়ারিঃ তারা দলে ছিল চারজন। কাঁকড়া ধরবে বলে তারা তখন সবে নদীর ধারে নৌকোকে নোঙর করেছে। পাথর প্রতিমা ব্লকের ধনচি জঙ্গলে নদীর ধারে জাল ফেলে সবে কাঁকড়া ধরার কাজ শুরু করেছেন। অন্ধকারে কাঁকড়া ভাল ওঠে। কিন্তু অন্ধকারে সেও যে একটু ভাল দেখে এটা বোধ হয় ঐ চার মৎস্যজীবী ভুলে গেছিলেন। কারণ, তাদের মতো সেও যে শিকার ধরতে চলে এসেছিল এই ধনচির জঙ্গল ঘেঁষা নদীর তীরে।সে তার শিকার ঠিক করে নিয়েছিল। সবাই যখন কাঁকড়া ধরার কাজে মনোযোগী হয়ে পড়েছে ঠিক সেই সময় ঝপাং করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী গৌতম মল্লিকের উপর।তাকে টেনে নিয়ে যেতে দেখে প্রথমটা তার সঙ্গীরা হকচকিয়ে গেছিল। পরে তারা সবাই মিলে সঙ্গীকে উদ্ধারের জন্য বাঘের সঙ্গে শুরু করে লড়াই।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার জি প্লটের সত্যদাসপুর গ্রামের চার মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলের ভিতর নদীতে কাঁকড়া ধরতে রওনা হয়।এই দলেরই সদস্য গৌতম মল্লিক। তার সঙ্গে আরও তিনজন ছিলেন। প্রথম দিকে তার সঙ্গীরা বুঝতে পারেনি। বাঘটি যখন গৌতমকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে তখন তাদের হুঁশ ফেরে। তড়িঘড়ি জাল ফেলে হাতে লাঠি-সোটা নিয়ে বাঘের দিকে এগিয়ে যায়। তার শিকার ফিরিয়ে নিতে আসছে দেখে রয়্যাল বেঙ্গল টাইগারটি শিকারটিকে কামড়ে জখম করে পাশে ফেলে রেখে বাকি তিনজনের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বাঘে-মানুষে লড়াই। শীতের রাতে জঙ্গলের নীরবতা ভেঙে খানখান হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনে। সেইসমইয় গৌতমের সঙ্গীরা নিজের প্রাণ বাজি রেখে বাঘের সঙ্গে সমানে লড়াই চালিয়ে যায়। যে লড়াই চলে টানা ৪০ মিনিট। দীর্ঘ সময় লড়াই চলার পর রয়্যাল বেঙ্গল হার মানতে বাধ্য হয়। সে বুঝতে পারে এই শিকার তার আর জুটল না। সে রণে ভঙ্গ দিয়ে পিছু হটে। ধীরে ধীরে গভীর জঙ্গলের ভিতর সে চলে যায়।
রক্তাক্ত জখম গৌতম মল্লিককে তখন তার সঙ্গীরা ধরাধরি করে নৌকায় করে সেখান থেকে পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।সেখানে খবর পেয়ে জখম মৎস্যজীবীকে দেখতে আসেন স্থানীয় বিধায়ক সমীর জানা। পরে ঐ মৎস্যজীবীর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তরিত করেন। বর্তমানে গৌতম কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ছেলে বাঘের হামলায় জখম হয়েছে খবর পেয়ে বাবা রাজেন মল্লিক, মা, স্ত্রী সহ পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেছেন। বিধায়ক সমীর জানা আশ্বস্ত করে জানিয়েছেন, কাঁকড়া ধরার সময় ধনচির জঙ্গলে গৌতম মল্লিক নামে এক মৎস্যজীবী বাঘের হামলায় জখম হয়েছেন। তার চিকিৎসার সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা বনাধিকারিক তৃপ্তি সাউ জানিয়েছেন, বাঘের আক্রমণে একজনের জখমের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধের পর ধনচির জঙ্গলে নদীর ধারে ভাল কাঁকড়া ওঠে। অনেকেই সেই কাঁকড়া ধরতে সেখানে যায়।সাধারণত, এখানে বাঘ আসে না। তবে এদিন হয়তো সে আগে থেকেই ওৎ পেতে বসেছিল শিকার ধরার লোভে। সুন্দরবনের বাঘ যাকে টার্গেট করে তাকেই কিন্তু তুলে নিয়ে যায়, এদিনও কিন্তু তার অন্যথা হয়নি। তার টার্গেট ছিল গৌতম। সে কিন্তু অন্য তিনজনকে ধরেনি। গৌতমকে মুখে তুলেই নিয়ে যাচ্ছিল। সঙ্গীরা সতর্ক হওয়ায় এ যাত্রায় গৌতম রক্ষা পেয়ে গেল।তবে সামনের কয়েকটি দিন কিন্তু ধনচির জঙ্গলের নদীর ধারের ঐ এলাকা নিরাপদ হবে না।সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
Published on: জানু ১২, ২০১৮ @ ২০:৫৩