Published on: আগ ২, ২০১৮ @ ২১:২৭
এসপিটি নিউজ ডেস্কঃ এম এস ধোনিকে নিয়ে সাফল্য পেতেই ক্রীড়াবিদদের নিয়ে বায়োপিক এখন বেশ জমে উঠেছে বলিউডে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের পর অভিনব বিন্দ্রাকে নিয়েও হল বায়োপিক। এবার সেই তালিকায় ঢুকে পড়ল ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাও। তাঁকে নিয়ে এবার তৈরি হতে চলেছে বায়োপিক। দর্শকরা এখন এই ক্রীড়াবিদদের বায়োপিক খুব ভালোভাবে নিতে শুরু করেছে।তাই এই প্রয়াস বলে মনে করা হচ্ছে।
সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। অভিনব বিন্দ্রার বায়োপিকে হর্ষবর্ধন কাপুর অভিনয় করছেন। এবার সানিয়া মির্জার ভূমিকায় কাকে দেখা যাবে তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করে থাকতে হবে। কারণ, সম্প্রতি এই ফিল্মের স্বত্ত্ব কিনে নিয়েছে প্রযোজক রনি স্ক্রুয়ালা। সানিয়ার জীবন নিয়ে তৈরি হতে যাওয়া এই ফিল্মের সমস্ত স্বত্ত্বাধিকার কিনে নিয়েছেন তিনি। এবার শুরু হবে ফিল্মের কাজ।
সানিয়া মির্জা ভারতের হয়ে টেনিস সার্কিটে বহু সম্মান পেয়েছেন। তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি বিশ্বে ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এছাড়াও তাঁর ঝুলিতে আরো বেশ কয়েকটি রেকর্ড আছে। যার মধ্যে আছে পদ্মভূষন, পদ্মশ্রী, রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন পুরস্কার।
সানিয়া পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। এমন একজন খেলোয়াড়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে আর এক জনপ্রিয় বায়োপিক। ইতিপূর্বে মিলখা সিং, মেরি কমকে নিয়েও বায়োপিক হয়েছে।
Published on: আগ ২, ২০১৮ @ ২১:২৭