
Published on: নভে ১০, ২০১৮ @ ২১:৪১
এসপিটি নিউজ, কলকাতা, ১০ নভেম্বরঃ বিগত কয়েক বছরের মতো এবারও জাঁকজমক সহকারে কলকাতা চলচ্চিত্র উৎসব-২০১৮ উদ্বোধন হল। বলিউড, টলিউডের জনপ্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শাহরুখ খান, সৌমিত্র চট্টোপাধ্যা, প্রসেনজিৎ সহ অনেকেই উপ্সথিত ছিলেন। সর্বোপরি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৪তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘিরে সেজে উঠে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। হাজির ছিলেন কয়েক হাজার চলচ্চিত্রপ্রেমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, মজিদ মজিদী, ফিলিপ নয়েস, জিল বিলকক এবং সাইমন বেকার।
আগামী সাত দিনে, ৭০টি দেশের ১৭০টিরও বেশি চলচ্চিত্র ১৬টি স্থান জুড়ে প্রদর্শিত হবে যার ফলে এটি সমস্ত চলচ্চিত্রের সত্যিকারের উৎসব। অস্ট্রেলিয়া চলচ্চিত্র উত্সবের এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ অস্ট্রেলিয়া।এই বিষয় উল্ল্যেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তিনি সেখানে উল্লুএখ করেছেন-এই বছর বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্ণ হচ্ছে ধরে নিয়ে আমরা এক বেঙ্গলি ফিল্ম ডিরেক্টরি (১৯১৭-২০১৭) প্রকাশ ক্রেছি। অমিতাভ বচ্চনের হাত দিয়ে এই বইটি প্রকাশ করেন তিনি।
Published on: নভে ১০, ২০১৮ @ ২১:৪১