সংবাদদাতাঃ বাপ্পা মণ্ডল
এসপিটি নিউজ, সবং, ২৪ ডিসেম্বরঃ গণনা শেষ হতে আর মাত্র কিছু সময়। তারপরই ঘোষণা হয়ে যাবে সবং বিধানসভা উপ-নির্বাচনের গণনার ফল। তবে ফলাফলের ধারা যে দিকে এগিয়ে চলেছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়ার জয়ের সম্ভেবনে ক্রমেই নিশ্চিত হয়ে পড়ছে।যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় এবারের ভোটে প্রধান বিরোধী দলের আসনে কিন্তু বস্তে চলেছে সেই সিপিএম। বিজেপি এক প্রকার হারিয়েই গেল সবং-এর উপ-নিরবাচনে।
রাজনৈতিক মহল মনে করছে, গুজরাট নির্বাচনে যেভাবে কষাঘাত খেয়েছে বিজেপি তা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে বিজেপির উপর সেই সমর্থন কিন্তু ফিকে হয়ে এসছে। আর সবং-এর উপ-নির্বাচন যেন তারই প্রতিফলন ঘটেছে। এখানে তৃণমূল কংগ্রেসের যে রেকর্ড ভোটে জিততে চলেছে তার প্রধান ও মূল কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায়। যে জায়গা কেউ নিতে পারেনি। এই ভোটই প্রমাণ করে দিচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেস্কেই চাইছে।
একি সঙ্গে রাজ্যের পরিবহন্মন্ত্রী শূভেন্দু অধিকারীর কথাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। তিনি বিজেপি-কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আপনারা একটি বুথে আগে জিতে দেখান তারপর সবং-এর ভোটে জেতার কথা ভাববেন। বিজেপি কিন্তু সেই চ্যালেঞ্জ-এর সামনে মুখ থুবড়ে পড়ল। এমন কথাই সবংবাসীর মুখে মুখে ঘুরছে।