
Published on: এপ্রি ৯, ২০১৯ @ ২১:৫০
এসপিটি নিউজ, ঘাটাল, ৯ এপ্রিলঃ রাজ্যে ৪২টি আসনে যে’জন প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে জনপ্রিয়তার নিরীখে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীকে ঘিরে সাধারণের মানুষের আগ্রহ দেখার মতো। তিনি যখনই নির্বাচনী প্রচারে বের হচ্ছেন তখনই লোক উপচে পড়ছে।
আজ মঙ্গলবার যখন তিনি কর্মীসভার পর রং-তুলি হাতে নেমে পড়লেন দেওয়াল লিখতে তা দেখতে রাস্তায় জমে গেল ভিড়। যাকে মানুষ সেলুলয়েডের পর্দায় দেখে অভ্যস্ত সেই মানুষটিকে একেবারে চোখের সামনে একজন রাজনৈতিক নেতার বেশে দেখে যারপরনাই আপ্লুত এলাকার মানুষ।
দেব আজ যখন রং-তুলি হাতে নিয়ে মন লাগিয়ে নিজের নামের দেওয়াল লিখনে ব্যস্ত তখন এলাকার মানুষের নজর ছিল তাদের এলাকার তৃণমূল প্রার্থীর দিকেই। সঙ্গে ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রমাপ্রসাদ গিরি।
সাধারণ মানুষ একটা কথা এলাকায় বলছেন- তা হল, ঘাটালের বিজেপি প্রার্থী যখন যখন সমানে হুমকি দিচ্ছে, শাসাচ্ছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেকে সংযত রেখে বারেবারে একটাই কথা বলে যাচ্ছেন- তা হল, কোনও ব্যক্তি কুৎসা নয়- ভোট হোক শান্তি আর উন্নয়নের নামে।
Published on: এপ্রি ৯, ২০১৯ @ ২১:৫০