![](https://sangbadprabhakartimes.com/wp-content/uploads/2023/06/ARES-ADVT-copy.jpg)
Published on: এপ্রি ২২, ২০২১ @ ১৭:০৭
এসপিটি নিউজঃ আজ শিলিগুড়িতে বৃষ্টি ও ঝড় হয়েছে। এর ফলে সেখানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বাড়ির টিনের শেড ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃষ্টিপাত ও তীব্র বাতাসের পর শিলিগুড়িতে গাছ পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় টিনের শেড। এর ফলে সেখানে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। এখন ত্রেণ কাজ চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর মেলেনি।
Published on: এপ্রি ২২, ২০২১ @ ১৭:০৭