শিলাবতীর জল বাড়ায় ঘাটালের পরিস্থিতি ভয়াবহ আকার নিতে চলেছে

Main রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ৮, ২০১৮ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, ঘাটাল, ৮ আগস্টঃ

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-বাপন ঘোষ

এসপিটি নিউজ, ঘাটাল, ৮ আগস্টঃ বৃষ্টি শুরু হতেই প্রতিবারের মতো এবারেও পরিস্থিতির ব্যতিক্রম হয়নি ঘাটালে। একই পরিস্থিতি দেখা গিয়েছে কেশপুর, চন্দ্রকোনাতেও।শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল পুরসভার ১০টি ওয়ার্ড যেমন বানভাসি হয়েছে ঠিক তেমন পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সমস্ত জায়গাতেই মানুষের যাতায়াতের জন্য নৌকো নামানোর কথা বলা হলেও তা পর্যাপ্ত না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পোঁছেছে।

ঘাটাল পুরসভার পুরপ্রধান বিভাষ ঘোষ একজন প্রশাসনিক কর্তার মতোই কথা বলেছেন। তাঁর কথা শুনলে মনে হবে পরিস্থিতি সেভাবে খারাপ হয়নি, সব ঠিকঠাকই আছে।তিনি বলেছেন,”শিলাবতীর জলে ঘাটাল পুরসভার যে ওয়ার্ডগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ত্রাণ পাঠানো হয়েছে। সেখানকার মানুষের যাতায়াতের জন্য নৌকা নামানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” কিন্তু সেখানকার সাধারণ মানুষ যে কতটা দুর্ভোগের মধ্যে পড়েছে তা কিন্তু তাদের কথার মধ্যেই ধরা পড়েছে।

ঘাটালের পাশাপাশি শিলাবতীর জলে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ৫০টি গ্রাম। সেখানেও পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে। চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকায় সদ্য নির্মিত কাঠের সেতু জলের তোড়ে ভেঙে যাওয়ায় মানুষের যাতায়াতের জন্য নৌকা দেওয়া হয়েছে। চলছে ত্রাণ বিলির কাজও।

কেশপুর ব্লকে প্রায় ১০০টি কাঁচা মাটির বাড়ি ক্ষতি হয়েছে তমাল ও পারাং নদীর জলে।

Published on: আগ ৮, ২০১৮ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 2 = 6