Published on: এপ্রি ২, ২০১৮ @ ২২:৩৯
এসপিটি নিউজ, নিউ দিল্লিঃ খেলাধুলোর জগতে বিশেষ কৃতিত্বের জন্য মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের দুই খেলোয়াড়কে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করলেন। এরা হলেন মহেন্দ্র সিং ধোনি ও পঙ্কজ আদবানি। সোমবার রাষ্ট্রপতি ভবনে ক্রিকেটার ধোনিকে দেখা যায় লেফট্যান্যান্ট কর্ণেল-এর পোশাকে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করতে। ইতিপূর্বে ধোনিকে ভারতীয় সেনাবাহিনী ‘লেফট্যান্যান্ট কর্ণেল’ উপাধিতে সম্মানিত করেছে।
১৯৮৩ সালের পর ২০১১ সালের ২ এপ্রিল ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। আর সেই দলের নেতৃত্বে ছিলেন এই ধোনি। তাঁর অধিনায়কত্বেই ভারত সেবার বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয়। এরপর ধোনিকে সেনাবাহিনী লেফট্যান্যান্ট কর্ণেল উপাধিতে সম্মানিত করে। এই সম্মান প্রাপ্তির পর থেকে ধোনি ভারতীয় সেনাবাহিনীর পরিবারের একজন হয়ে গেছেন। ফলে সেনাবাহিনীর সমস্ত সুবিধাই তিনি পাবেন আর পাঁচজন সেনার মতো।
এখন ধোনিকে তাই দেখা যায় লেফট্যান্যান্ট কর্ণেল-এর পোশাকেই রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নিতে।২০১১ সালের এই দিনেই ভারত বিশ্বকাপ জিতেছিল। ২০১৮ সালের সেই ২ এপ্রিল তারিখেই ধোনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন। দেশের এটি তৃতীয় সর্বোচ্চ সম্মান। এর আগে ধোনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন।
এদিন ধোনি ছাড়াও বিখ্যাত বিলিয়ার্ডস খেলোয়াড় পঙ্কজ আদবানিকেও পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা মনোজ যোশীকেও পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
এই অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
Published on: এপ্রি ২, ২০১৮ @ ২২:৩৯