লিওনেল মেসি মারকানা লন থেকেই ভিডিও কল করেন সন্তানদের, দেখুন ভিডিও

Main খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১১, ২০২১ @ ১৬:০১

এসপিটি নিউজ:  আমি পেরেছি, আমি পেরেছি। এই দেখো আমার গলায় চ্যাম্পিয়নের মেডেল। দেখো তোমরা, দেখো। মারকানা স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়েই ভিডিও কল করে নিজের পরিবার স্ত্রী-সন্তানদের সঙ্গে উচ্ছ্বাসে ভাগ করে নিলেন আধুনিক ফুটবলের নায়ক লিওনেল মেসি।

নিজের খেলোয়াড় জীবনে অনেক খেতাব পেয়েছেন। কিন্তু দেশের হয়ে সেরার শিরোপা তাঁর কাছে এতদিন অধরাই থেকে গিয়েছিল। এজন্য তাঁকে নিন্দুকদের কাছ থেকে কম অপমান, অসম্মান সইতে হয়নি। এক সময় তো নিজের উপর আস্থা হারিয়ে নিজেকে ফুটবল থেকে বিদায় নেওয়ারও সিদ্ধনাত নিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপরও লড়াই চালিয়ে গিয়েছেন নিজেকে প্রমাণ করার জন্য। একবার নয় বারবার। অবশেষে তিনি পেরেছেন। সফল তিনি হয়েছেন। তাই ট্রফি আর গলায় মেডেল ঝুলিয়ে নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি আধুনিক ফুটবলের সম্রাট।

মাঠে দাঁড়িয়ে ভিডিও কল করেছেন নিজের স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে। গলার মেডেল দেখিয়ে বলে উঠেছেন – দেখো তোমরা আমি অবশেষে পেরেছি। আমি পেরেছি। আর কেউ বলবে না মেসি ব্যর্থ। মেসি পারে না। মেসি অপদার্থ। তোমাদের লিও সফল হয়েছে। দেশকে চ্যাম্পিয়ন করতে পেরেছি। দেখো তোমরা আমার মেডেল। দেখছ তো, দেখো।

বাবার ফোন পেয়ে বাবাকে ভিডিওতে দেখে উচ্ছ্বসিত মেসির তিন সন্তান-থিয়াগো, মাতেও এবং সিরো। বাবার উচ্ছ্বাসে তারাও এদিন গলা মেলায়। তারাও চিৎকার করে গান ধরে।  এভাবেই এদিন পরিবারের সঙ্গে নিজের আনন্দ-উচ্ছ্বাস ভাগ করে নেন মেসি।

Published on: জুলা ১১, ২০২১ @ ১৬:০১


শেয়ার করুন