Published on: আগ ৭, ২০১৮ @ ১৬:৩১
এসপিটি নিউজ, নিউ দিল্লি, ৭ আগস্টঃ ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের কথা বলা হচ্ছে-কাদের হাত থেকে বেটি বাঁচাবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মঙ্গলবার এই প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন দিল্লিতে তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের মহলা অধিকার সম্মেলনে বক্তব্য রাখতে উঠে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর আরএসএস-এর বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সভাপতি।
রাহুল বলেন-“আরএসএস-এ মহিলাদের দরজা বন্ধ। মহিলা ঢুকলে এই সংগঠন চলবে না। তাই সেখানে মহিলাদের অন্তর্ভুক্তি হয় না। দেশে বিজেপি ও আরএসএস পুরুষতন্ত্র কায়েম করেছে। বিহারে নাবালিকাদের ধর্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নীরব। দেশে আজ মহিলারা নিরাপদে বাড়ি থেকে বেরোতে পারেন না।”
সমস্ত রাজনৈতিক সংগঠনে রাহুল গান্ধী মহিলাদের স্থান সংরক্ষণের কথা বলেন। তিনি বলেন-“রাজনৈতিক সংগঠনে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ থাকা উচিত। আমি চাই দেশে আরও বেশি মহিলা মুখ্যমন্ত্রী হোক। কংগ্রেস মহিলা স্বনির্ভরতার উপর সবসময় জোর দিয়েছে। আমাদের সরকার ক্ষমতায় এলে আমরা অবশ্যই মহিলা বিল আনব।
এদিন রাহুল সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে। রাহুল বলেন-“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকাল নানা বিষয়ের উপর বলে থাকেন। পিএম মোদি বুলেট ট্রেন নিয়ে বলেন, কিন্তু ধর্ষণ নিয়ে তাঁর মুখে কোনও কথা নেই। রাহুল এদিন বিহারের মজফফরপুরে নাবালিকা ধর্ষণ কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রধানমন্ত্রী এই ঘটনা নিতে চুপ?সেইসঙ্গে তাঁর তোপ-বিজেপির বিধায়কদের থেকে বেটিদের বাঁচাতে হবে।
রাহুল বলেন-“মোদি সরকার ৪ বছরে মহিলাদের বিরুদ্ধে যা হয়েছে তা ৭০ বছর ছেড়ে দিন, এই দেশে ৩ হাজার বছরেও হয়নি। এরা শুধু বড় বড় কথাই বলতে পারে। কংগ্রেস মহিলা সংরক্ষণ-এর বিষয়ে সবসময় সমর্থন করে।”
Published on: আগ ৭, ২০১৮ @ ১৬:৩১