Published on: ডিসে ২৮, ২০১৭ @ ২২:০৯
এসপিটি নিউজ, মেদিনীপুরঃ পিকনিক করে ফেরার পথে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে আজ রাতে রণক্ষেত্র হয়ে হয়ে উঠল মেদিনীপুর শহর। সিপাহী বাজারের কাছে এমন ধুন্দুমার কাণ্ড দেখে স্থানীয় দোকানদাররা দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়। পরিস্থিতি নিমেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্য করতে বাধ্য হয়।ঘটনাস্থল থেকে মোট ১০জনকে পুলিশ আটক করে।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ মেদিনীপুর ষরের সিপাহী বাজারে দুই দল পিকনিক পার্টির মধ্যে ধুন্দুমার কাণ্ড বেধে যায়। এক দম কারানিচটির দিক থেকে পিকনিক সেরে মেদিনীপুরের বেলতলা এলাকায় ফিরছিল। আর এক পক্ষ কাসাই নদীর কাছে পিচনিক করে দাশপাড়ার দিকে যাচ্ছিল। কিন্তু দুই পক্ষ যখন সিপাহী বাজারের কাছে আসে তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যেয়। লাঠি-ইট নিয়ে দুপক্ষের মধ্যে রাতের মেদিনীপুর শহরে ভেসে ওঠে এক ভয়াবহ চিত্র।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছূটে যাব অতিরিক্ত পুলিশ সুপার শ্চীন মক্করের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী। পৌঁছে যান কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী। শেষ খবর পাঊয়া পর্যন্ত রাত ১০টাতেও তারা সেখানে রয়েছেন।
Published on: ডিসে ২৮, ২০১৭ @ ২২:০৯