
Published on: এপ্রি ১৬, ২০২১ @ ১৮:২০
এসপিটি নিউজঃ অসম, পুডুচেরি, কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনগুলিতে ১৫ ই এপ্রিল পর্যন্ত নগদ, মদ, মাদক সহ মোট ১০০১.৪৪ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে ৩০০ কোটিও বেশি টাকার দ্রব্যাদি বাজেয়াপ্ত হয়েছে পশ্চিম্বঙ্গ থেকে। সংবাদ সংস্থা এএনআই ভারতীয় নির্বাচন কমিশন (ইসি)কে উদ্ধৃত করে এই সংবাদ জানিয়েছে।
Cash, liquor, drugs, freebies worth Rs 1001.44 crores seized in Assam, Puducherry, Kerala, Tamil Nadu and West Bengal Assembly elections, till 15th April: Election Commission of India (ECI)
(Data source: ECI) pic.twitter.com/6qMnQCyXqI
— ANI (@ANI) April 16, 2021
সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই পাঁচ রাজ্য থেকে মোট ৩৪৪.৮৫ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে। মদ বাজেয়াপ্ত হয়েছে ৮৫.০১ কোটি টাকা, মাদক ১৬১.৬০ কোটি টাকা, মূল্যবান ধাতু ২৭০.৮০ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ থেকে নগদ ৫০.৭১ কোটি টাকা ৩০.১১ কোটি টাকার মদ, ১১৮.৮৩ কোটি টাকার মাদক, ফ্রিবি ৮৮.৩৯ কোটি, ১২.০৭ কোটি টাকার মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে আজ ১৫ এপ্রিল পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০১৬ সালের বিধান্সভা নির্বাচনে এই পাঁচটি রাজ্য থেকে বাজেয়াপ্ত পন্যের মূল্যের হিসাবে ছিল ২২৫.৭৭ কোটি টাকা।
Published on: এপ্রি ১৬, ২০২১ @ ১৮:২০