
Published on: ফেব্রু ১৩, ২০২১ @ ২০:২৭
এসপিটি নিউজ: আজ স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হল। এদিন মোট 19 জন কলকাতার এসএসকেএম হাসপাতালে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী।
একই সঙ্গে, প্রথম ডোজ প্রশাসনিককরণ রাজ্য জুড়েও চলছে। আজ টিকাদান অভিযানের 23 তম দিনে মোট 4 হাজারেরও বেশি লোক তাদের নাম নথিভুক্ত করে নিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত 4 লক্ষ 71 হাজার ও 871 জন কোভিড -19 টি ভ্যাকসিন নিয়েছেন।
শনিবার রাজ্যের এক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে নতুন করে এদিন 188 জন নতুন করে সংক্রামিত হয়েছেন।সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 264জন। রাজ্যে মৃত্যুর হার 1.79 শতাংশ। সুস্থতার হার 97.47 শতাংশ। এ পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন 5,57,758জন। মোট 24 হাজার 110 জনের স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।
Published on: ফেব্রু ১৩, ২০২১ @ ২০:২৭