Published on: ডিসে ২০, ২০১৮ @ ২০:২৮
এসপিটি নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বরঃ রথযাত্রা নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেল বিজেপি। রাজ্য সরকারের নির্দেশ খারিজ করে দিয়ে রথযাত্রার অনুমতি দিয়ে দিল হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ।এর ফলে রথযাত্রা বের করতে বিজেপির আর কোনও বাধা রইল না। তবে আদালত সেই সঙ্গে বিজেপিকে এই অনুমতি দিয়ে কয়েকটি শর্ত চাপিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁরা আদালতের দেওয়া সব শর্ত মেনেই রথযাত্রা করবেন। সেই সঙ্গে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন-“আদালতের থাপ্পড় খেয়ে তবে মানল সরকার।”
আদালত এদিন রায় দিয়ে বিজেপিকে যেমন শর্ত দিয়েছে ঠিক একইভাবে রাজ্য সরকারকেও কয়েকটি নির্দেশ দিয়েছে। আদালত বিজেপিকে শর্ত আরোপ করে জানিয়েছে- রথ যে জেলায় ঢুকবে তার ১২ ঘণ্টা আগে সেই জেলার প্রশাসন অর্থাৎ ডিএম ও এসপিকে জানাতে হবে। এলাকায় যাতে কোনওরকম অশান্তি না হয়ে শান্ত-শৃঙ্খলা যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর অন্যথা অর্থাৎ কোনও ক্ষয়ক্ষতি হলে তার দায় বিজেপিকে নিতে হবে। রাজ্য সরকারকেও বলা হয়েছে কোথাও যাতে অশান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করতে হবে।
আদালতের ডিভিশনের নির্দেশ মেনে বিজেপির সঙ্গে রাজ্য সরকারের তিন শীর্ষ কর্তার বৈঠকের পর রথযাত্রার নির্দেশ খারিজ করে দেয়। আদালতে মনে করে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রথের অনুমতি নয়। বিচারপতি জানান,” শুধুমাত্র কোচবিহারের ঘটনার ঘটনা দেখে রথযাত্রা বন্ধ করা যায় না।”
বিজেপির আইনজীবীর বক্তব্য ছিল-“রাজ্যের তিন শীর্ষ কর্তা অশান্তির আশঙ্কার কথা জানিয়ে অনুমতি বাতিল করেম কিন্তু কোন আইনের বলে তারা বাতিল করছে তার কোনও ব্যাখ্যা নেই রিপোর্টে।” এরপর রাজ্যের এজি বলেন-“কেন রথযাত্রা বন্ধ করা হচ্ছে তা মুখবন্ধ রিপোর্ট খুললেই বুঝতে পারবেন।” তিনি আরও বলেন-“বিজেপি যে গণতন্ত্র বাঁচাও যাত্রা বলছে, তাতে কিছু অ্যাজেন্ডা আছে। শেষ অ্যাজেন্ডায় বলা আছে তৃণমূল সাম্প্রদায়িক। হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।” এই বলে এজির প্রশ্ন-এরপর বিজেপির এই রথযাত্রার অনুমতি দেওয়া যায়?
এই প্রশ্নের জবাবে বিচারপতি বলেন-“তাহলে কিছু শর্ত দিতে পারতেন।আগে থেকে কেন অনুমান করছেন। যখন আপনাদের ক্ষমতা আছে?” এরপর এজি আদলতের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। আদালতের এই রায়কে বিজেপি মানুষের জয় হিসেবে দেখছেন। তারা জানিয়েছে, রথযত্রা শান্তিপূর্ণভাবেই করবেন।
Published on: ডিসে ২০, ২০১৮ @ ২০:২৮