মেদিনীপুরে নয়া গুড়গুড়িপাল থানার সূচনা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ২২:৩৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারিঃ প্রশাসনিক কাজে গতি আনতে আর মানুষের সুরক্ষা ব্যবস্থা আরও বেশি সুরক্ষিত করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কোতয়ালি থানা ভেঙে এক নতুন থানার সূচনা হল। চারটি পঞ্চায়েত নিয়ে এই থানার নাম হল গুড়গুড়িপাল থানা। বৃহস্পতিবার বেলপাহাড়ির সভা মঞ্চ থেকে এই নতুন থানাটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, বিধায়ক মৃগেন মাইতি, থানার ভারপ্রাপ্ত আসি রবি স্বর্ণকার সহ অন্যরা। পুলিশ সুপার বলেন, ধেঁড়ুয়া, চাঁদড়া থেকে কোনও প্রয়োজন হলে মেদিনীপুর শহরের কোতয়ালি থানায় যেতে সময় লাগত অনেক বেশি। এখন অনেক কম সময়ে এখানকার মানুষ এই থানায় এসে তাদের অভিযোগ জানাতে পারবেন।

মেদিনীপুর সদর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত ও মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ড-এর বিশাল এলাকা জুড়ে ছিল কোতয়ালি থানা। এবার সেখান থেকে চারটি পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হল নগঠিত গুড়গুড়িপাল থানা। ধেড়ুয়া, চাঁদড়া, মণিদহ ও কঙ্কাবতী এই চারটি পঞ্চায়েতের ১৪৯টি গ্রাম নিয়েই এই নতুন থানা।

থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে আছেন রবি স্বররণকার সহ তিনজন এস আই, তিনজন এ এস আই সহ মোট ১৮জন পুলিশ কর্মী।

Published on: ফেব্রু ১৫, ২০১৮ @ ২২:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 12 = 21