মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিজেপির ধিক্কার মিছিল কেশিয়াড়িতে

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: জুন ১০, ২০১৯ @ ২৩:৫৭

এসপিটি নিউজ, কেশিয়াড়ি, ১০জুন: আদালতের নির্দেশ মতো আজ ছিল কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনের শেষ দিন। কিন্তু শেষ পর্যন্ত বোর্ড গঠন না হওয়ায় বিজেপি ধিক্কার মিছিল বের করে। সেই সঙ্গে তারা ভ্রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায়।

কেশিয়াড়ি থানা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বিজেপির ধিক্কার মিছিল শেষে এক পথ সভা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,”পঞ্চায়েত ভোটের ফলাফল হয়েছে দু’বছর হয়ে গেল এখনও পর্যন্ত কেশিয়াড়ি বোর্ড গঠন করা হয়নি। এই নিয়ে দু’বার আদালতে হাজির হয়েছিলাম আমরা। আদালতের নির্দেশ মতো সোমবার ছিল বোর্ড গঠনের শেষ দিন। এই দিন এই সরকার বোর্ড গঠন করতে পারেনি। বর্তমান সরকার সংবিধান মানে না, মানে না আদালত। এর পর থেকে আমরা এই সরকারকেও মানব না।”

লোকসভা ভোটের সময় একাধিক প্রচারে গিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছিলেন, “লোকসভা ভোটে আমরা জিতব। সেই সঙ্গে কেশিয়াড়িতেও আমরা ব্বোর্ড গঠন করব।” কিন্তু সেই বোর্ড আজও গঠন হল না, যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ যেমন আছে ঠিক তেমনই এখানে উন্নয়নও থমকে আছে।

Published on: জুন ১০, ২০১৯ @ ২৩:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 + = 85