
Published on: মার্চ ২৭, ২০২১ @ ২২:০৮
Reporter: Ibtasum Rahman
এসপিটি নিউজ, ঢাকা, ২৭ মার্চ: ভারপ্ত ও বাংলাদেশের মধ্যে আজ ঢাকায় কয়েকটি সমঝোতায় সাক্ষর হয়েছে।সেখানেমিতালি এক্সপ্রেস সহ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। ঢাকায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।
আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
এদিন ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনসহ কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে।বিকাল ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তারা একান্ত বৈঠকে মিলিত হন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে ঢাকা সফরে আসেন তিনি। আজ শনিবার রাতেই
ভারতে ফিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published on: মার্চ ২৭, ২০২১ @ ২২:০৮