
Published on: সেপ্টে ৫, ২০২০ @ ১২:২৯
এসপিটি নিউজ ডেস্ক: আজ সকালে আচমকা শ্রীলঙ্কার একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। সমুদ্রের মধ্যে এই ঘটনায় পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সেইসময় আভ্রতীয় নৌবাহিনীর আইএনএস সহ্যাদ্রি সেখানে উত ছিল। সে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। শ্রীলঙ্কান তেলের ট্যাঙ্কার এমটি নিউ হীরা থেকে ২জনকে উদ্ধার করে। তবে এখনও একজন নিখোঁজ আছে। তার খঁজে তলাআশি চালাচ্ছে ভারতীয় নৌসেনা। জাহাজটি থেকে এখনও ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। শীলঙ্কা উপকূল থেকে জাহাজটি 70 কিলোমিটার দূরে ছিল।
#WATCH On-scene commander INS Sahyadri is escorting Sri Lankan oil tanker, MT New Diamond, & monitoring the situation. The ship has been towed 70-km away from Sri Lanka coast. Tug Alp Winger is handing over the tow to Tug TTT1 & joining fire-fighting efforts. pic.twitter.com/LHkLKjz80Z
— ANI (@ANI) September 5, 2020
Published on: সেপ্টে ৫, ২০২০ @ ১২:২৯