ভোটারদের দোরে দোরে ঘুরে ভোটের প্রচার করলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                            ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ২৩:১৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৩০ এপ্রিলঃ পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ভোটের প্রচার। পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার দেখা গেল তারই ছবি।শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের তিলাবনী এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ফুলটুসি দাস দলের কর্মীদের নিয়ে ভোটের প্রচার করে বেড়ালেন। আবার আজ চন্দ্রকোনা রোড পূর্ব মন্ডলের রসকুন্ডু ১ নং গ্রাম পঞ্চায়েতে ভোটের প্রচার করতে দেখা গেল বিজেপির জেলা পরিষদ প্রার্থী তারাচাঁদ দত্ত, পঞ্চায়েত সমিতির প্রার্থী শঙ্কর রায় ও গ্রাম পঞ্চায়েতে প্রার্থী ভারতী দুলেকে।

ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পঞ্চায়েতের আসনে জয়ী হয়েছে বলে জানা গেছে। কিন্তু এখনও বহু আসনে নির্বাচন হবে। ইতিমধ্যে সোমবার রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন রাজ্যের ৪৬ হাজার সশস্ত্র পুলিশ দিয়ে নির্বাচ প্রক্রিয়া চালানো অসম্ভব। একথা অনেক আগে থেকেই বিরোধীরা দাবি করে এসেছে। এদিন সেই কথাই শোনা গেল কমিশনারের মুখে।

বিজেপি এই মুহূর্তে রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। তারা সমানে বলে আসছে অত সহজে তারা শাসক তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেবে না। অর্থাৎ তারা লড়াই করতে প্রস্তুত। কিন্তু যেভাবে পুলিশ শাসক দলের পাশে দাঁড়িয়ে সাহায্য করে চলেছে তাতে লড়াইটা খুব কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে দেখা গেল চন্দ্রকোনা রোড সংলগ্ন রসকুণ্ডু ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির তিন প্রার্থীকে ভোটের প্রচারে বের হতে। যা গণতন্ত্রের পক্ষে সুস্থতার লক্ষণ।

Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ২৩:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =