ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন- এরা টেরোরিস্টদের চেয়েও ভয়ঙ্কর

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২৮, ২০২১ @ ২০:১৪

এসপিটি নিউজ, কলকাতা, ২৯জুন:   ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে নবান্নে সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়া প্রতারক দেবাঞ্জন দেব সম্পর্কে কড়া মন্তব্য করলেন। বললেন- আমি এইসব প্রতারকদের মানুষ বলেই মনে করি না। এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-“যে চোর হয়, প্রতারক হয় তাদের নামে পাবলিসিটি করতে নেই। এরা সেজে গুজে প্রতারনা করে বেরায়। কখনও মুখ্যমন্ত্রী, কখনও প্রধানমন্ত্রীর সই নকল করে। এদের আমি মানুষ বলেই মনে করি না। অমানুষ বলেও মনে করি না। এদের সমাজে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জাগে – এরা টেরোসিস্টদের থেকেও ভয়ঙ্কর।”

“আমরা সিট গঠন করেছি। আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। যারা তাকে সাহায্য করেছে তাদেরও ছাড়া হবে না। সে যেই হোক না কেন। খুব কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতর সেই সমস্ত ব্যক্তি যাদের ভুয়ো টিকা দেওয়া হয়েছিল তাদের উপর নজর রাখছে। স্বাস্থ্য দফতর থেকে একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। তারা দেখছে কিভাবে এদের আবার নতুন করে টিকা দেওয়া যায়।”

“যেখান থেকে ভুয়ো টিকা কেনা হয়েছিল সেখানে তল্লাশি চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে। বেশ কিছু নাম এসেছে। যারা তাকে সাহায্য করেছে তাদের কাউকেই ছাড়া হবে না। সে যেই হোক না কেন।”

“আমি রাস্তা দিয়ে যাচ্ছি আচমকা এসে এরা ছবি তুলে নেয়। একটা সেলফি তোলে। আমি এয়ারপোর্টে আছি একটা সেলফি তোলে। আমি এসব প্রশ্রয় দিই না। ধরুন প্লেনে যাচ্ছি দূর থেকে ফটোশপ করে ফটো তুলছে। ছবি দেখিয়ে কোনও লাভ হবে না। সব পার্টির সঙ্গেই এরা ছবি তোলে। পুলিশের চোখের সামনে কে কিরকম জালিয়াতি করছে তা প্রতি মুহূর্তে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এক্ষেত্রে কর্পোরেশন কিংবা পুলিশকে দায় এড়ালে চলবে না।”

Published on: জুন ২৮, ২০২১ @ ২০:১৪


শেয়ার করুন