ভারত থেকে করোনা ভ্যাকসিন পেয়ে আপ্লুত ভুটান, মালদ্বীপ

Main কোভিড-১৯ দেশ বিদেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২০, ২০২১ @ ২০:৩০

এসপিটি নিউজ:  নিজের দেশে জরুরি চাহিদা মিটিয়ে এবার প্রতিবেশী দেশেগুলিতে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত। বুধবারই ভুটান ও মালদ্বীপে ভারত করোনা ভ্যাকসিনের ডোজ পৌঁছে দিয়েছে। বিশ্বের অন্য দেশের চেয়ে সবচেয়ে আগে এই করোনা টিকার ডোজ পেয়ে দুই দেশই রীতিমতো খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তারা তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে।

ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী, একটি এএন -৩২ বিমান ভারত থেকে COVID-19 ভ্যাকসিনের প্রথম চালান পরিবহন করে ভুটানের পারো উপত্যকায় পৌঁছয়। সেখানে একটি সাধারণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিংয়ের উপস্থিতিতে ভারতীয় রাষ্ট্রদূত রুচিরা কাম্বুজের কাছ থেকে স্বাস্থ্যমন্ত্রী ডেকেন ওয়াংমো ভ্যাকসিন গ্রহণ করেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে টুইট করে জানিয়েছেন ভারত থেকে কোভিড ভ্যাকসিন আজ ভুটানে পৌঁছে গেছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই আরও জানিয়েছে যে কোভিশিল্ড ভ্যাকসিনের 1,00,000 ডোজ অনুদান হিসাবে পেয়ে মালদ্বীপ খুশি। মালদ্বীপ ভারত থেকে ভ্যাকসিন গ্রহণকারী প্রথম দেশগুলির মধ্যে একটি। বরাবরের মতো, ভারত যে কোনও সংকটের প্রতিক্রিয়াকারী হিসাবে আমাদের পাশে দৃঢ় এবং অবিচল রয়েছে।

মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ প্রধানমন্ত্রী মোদির প্রতি আনুগত্য প্রকাশ করে জানান যে এই অতি উদার উপহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার এবং জনগণকে আমাদের আন্তরিক ধন্যবাদ।

Published on: জানু ২০, ২০২১ @ ২০:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 − 28 =