
সংবাদদাতা-সত্যজিৎ ব্যানার্জি
Published on: জানু ১৫, ২০১৮ @ ১৯:৫২
এসপিটি নিউজ,বজবজ,১৫ জানুয়ারিঃ আজকে ধান্দাবাজির জন্য যারা তৃনমূল কংগ্রেসে এসেছে সেই বেনো জল আর বেনো জলের জনককে বাইরে বার করে আবর্জনার বালতিতে ফেলে দিয়েছি। বিজেপি নেতা মুকুল রায়কে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নোদাখালির বুরুল স্কুল মাঠে তৃনমূলের এক জন সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, তৃণমূল লোহার মত শক্তিশালী, এই লোহাকে ভাঙা যাবে না, সর্ব স্তরের তৃনমূল নেতৃত্ব ঐক্যওবদ্ধ হয়েছে।
এর পাশাপাশি আবার মুকুল রায়কে নিশানা করে তিনি বলেন, নিজে কোন দিন নির্বাচনে অংশ নেয়নি, দাঁড়াতেও পারবে না,যাতে অংশ নিয়েছিল তাতে মুখ থুবড়ে পড়েছে। কথা দিচ্ছি ওকে বাংলা ছাড়া করবো। উনি বাংলার ভোটার নন,দিল্লির ভোটার, উনি আমাদের চাটনি দাদু। চারা আনার নকুল দানা তার আবার ক্যাশ মেমো, নিজে দশটা মিলিটারি নিয়ে ঘুরে বেড়ায়। বিজেপিকে আক্রমণ করে সাংসদ বলেন, রামকে নিয়ে রাজনীতি করছে, বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করছে, নোয়াপাড়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী চাই বলে আনন্দবাজার,বর্তমানে বিজ্ঞাপন দিক,পেয়ে যাবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব ,সোনালি গুহ ,বজ বজ পুর সভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত সহ অন্যরা।
Published on: জানু ১৫, ২০১৮ @ ১৯:৫২